Advertisement
Advertisement

Breaking News

বিচার চেয়ে অনশনে বসলেন তেজ বাহাদুর যাদব

রাজৌরির সেনা হেডকোয়ার্টারে রাখা হয়েছে তেজ বাহাদুরকে৷

Seeking justice BSF jawan Tej Bahadur Yadav stages hunger strike
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 6, 2017 11:05 am
  • Updated:February 6, 2017 11:05 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নায্য বিচার চেয়ে এবার অনশনে বসলেন বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদব৷ নিম্নমানের খাবার নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে কর্তাদের রোষের মুখে পড়েছেন তিনি৷ অসমর্থিত সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরের রাজৌরির সেনা হেডকোয়ার্টারে রাখা হয়েছে তেজ বাহাদুরকে৷ সেখানে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের বিচার চলছে৷

(গ্রেপ্তার করা হয়েছে তেজ বাহাদুরকে, দাবি স্ত্রীর)

কয়েকদিন আগেই তেজ বাহাদুর যাদবকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন তাঁর স্ত্রী৷ সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, গত ৩১ জানুয়ারি তেজ বাহাদুরের বাড়ি আসার কথা ছিল। কিন্তু তাঁকে আসতে দেওয়া হয়নি৷  তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ জানিয়েছেন তাঁর স্ত্রী৷ তাঁর স্বেচ্ছা অবসরের আবেদনও বিএসএফ খারিজ করে দেয়৷

Advertisement

(দুর্নীতির অভিযোগ জানানো জওয়ান মদ্যপ, দাবি বিএসএফের)

সীমান্তে লাগাতার কাজের পরও নিম্নমানের খাবার দেওয়া হয় সেনাদের। এমনই অভিযোগ তুলে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বিএসএফ জওয়ান তেজ বাহাদুর। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। এমনকী খবর পৌঁছে যায় প্রধানমন্ত্রীর দপ্তরেও। স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এই ঘটনার সত্যতা জানতে চায় পিএমও। যদিও স্বরাষ্ট্রমন্ত্রক যে রিপোর্ট জমা দিয়েছিল তাতে স্পষ্ট বলা ছিল, এমন অভিযোগ ভিত্তিহীন। তবে জওয়ানদের প্রতিবাদ শেষ হয়নি। তেজ বাহাদুরের পর কেন্দ্রকে ন’পাতার অভিযোগের চিঠি পাঠিয়েছিলেন আরেক জওয়ান। গান গেয়েও জানানো হয়েছিল প্রতিবাদ। এবার তেজ বাহাদুর কাণ্ডে এল নয়া মোড়।

Advertisement

বিএসএফ জওয়ান তেজ বাহাদুরের ফেসবুক অ্যাকাউন্ট কে চালায় জানেন?

তেজ বাহাদুর কাণ্ডে প্রধানমন্ত্রীর দপ্তরে রিপোর্ট জমা স্বরাষ্ট্রমন্ত্রকের

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ