সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বটগাছ পড়লে আশেপাশের মাটি কাঁপবেই। আদানি গোষ্ঠীর স্টকে ধসের আবহে পুরনো প্রবাদ আরও যেন প্রাসঙ্গিক। শুধু সংস্থার নয়, বিশ্বের অন্যতম ধনী ব্যক্তির শেয়ারে ধস নামায় কোটি কোটি টাকা লোকসান হচ্ছে বিনিয়োগকারীদেরও। সার্বিকভাবে আদানিদের স্টকে এই ধাক্কা শেয়ারবাজারকে বেসামাল করে দিতে পারে।
হিসাবে বলছে, হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই আদানিদের সব সংস্থার শেয়ারে পতন শুরু হয়েছে। শুধু পতন বললে ভুল হবে, বলতে হবে ধস নেমেছে। স্রেফ বৃহস্পতি এবং শুক্রবারে বিনিয়োগকারীরা খুইয়েছেন ১১ লক্ষ কোটি টাকা। শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স (Sensex) পড়ে গিয়েছিল প্রায় দেড় শতাংশ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটিও (NIFTY) পড়ে গিয়েছিল ৩-৪ শতাংশ। নতুন সপ্তাহে বাজার খুললে কী পরিস্থিতি হবে, সেটা ভেবেই আতঙ্কিত বিনিয়োগকারীরা।
শুধু শুক্রবারেই আদানি গোষ্ঠী মোট ৩.৩৭ লক্ষ কোটি টাকার বাজার মূলধন হারিয়েছে। কার্যত, আদানি গ্রুপের শেয়ারে পতন হতেই ক্ষতির মুখে এলআইসি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) সহ একাধিক আর্থিক প্রতিষ্ঠান। আদানি গোষ্ঠীর (Adani Group) কোম্পানিতে এলআইসির (LIC) বড় বিনিয়োগ রয়েছে। তাছাড়া এসবিআই থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে রেখেছে আদানি গোষ্ঠী। ফলে আর্থিক সংস্থাগুলির ভবিষ্যৎ নিয়ে অনেকেই আশঙ্কিত। আদানি এন্টারপ্রাইজ তো বটেই, এই মুহূর্তে আদানির সব সংস্থা আদানি উইলমার, অম্বুজা সিমেন্টস (Ambuja Cements), আদানি পোর্টস, আদানি টোটাল গ্যাস সব সংস্থার শেয়ারের দামই পতনের মুখে। এমনকী কোনও কোনও সংস্থার শেয়ারের দাম পড়ে গিয়েছে বেস প্রাইসেরও নিচে। স্বাভাবিকভাবেই পরিস্থিতি না বদলালে সোমবার আরও বিপদ বাড়তে পারে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তির।
উল্লেখ্য, গত কয়েক বছরে আদানির উত্থান প্রায় উল্কার মতো। প্রথম থেকেই মুকেশ আম্বানিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন। ক্রমে তাঁকে পিছনে ফেলে হয়ে ওঠেন এশিয়ার ধনীতম ব্যক্তি হয়ে ওঠেন। বিশ্বের শীর্ষস্থানীয় ধনীদের অন্যতম তিনি। শোনা যাচ্ছে বিপুল সম্পত্তি খুইয়ে হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research ) বিরুদ্ধে মামলা করার পথে হাঁটতে পারে আদানির সংস্থা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.