Advertisement
Advertisement

ভারতীয় সেনাকে পেট্রল বোমা দিয়ে আক্রমণের ছক বিচ্ছিন্নতাবাদীদের

উপত্যকার বিক্ষোভকারীদের এই কাজে ব্যবহার করার নির্দেশ আইএসআই-এর, খবর গোয়েন্দাদের কাছে৷

Separatist’s plans provoke Kashmir protesters to attack Army  
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 18, 2017 3:29 am
  • Updated:February 18, 2017 3:29 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচ্ছিন্নতাবাদীদের মদতেই কাশ্মীরে নিজেদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে পাক মদতপুষ্ট আইএসআই৷ এমনই খবর রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে৷ জানা গিয়েছে, নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এবার কাশ্মীরের সাধারণ বিক্ষোভকারীদের বুঝিয়ে-সুঝিয়ে হাতিয়ার করার চেষ্টা করছে তারা৷ এর জন্য নাকি এবার ইঁট-পাটকেলের বদলে পেট্রল বোমা নিয়ে ভারতীয় সেনার উপর হামলার নির্দেশ দেওয়া হয়েছে আইএসআই-এর পক্ষ থেকে৷

সেনাপ্রধানকে সমর্থন করে কংগ্রেসকে তুলোধোনা বিজেপির

Advertisement

অশান্ত কাশ্মীর নতুন করে ফের শিরোনামে এসেছে সেনাপ্রধান বিপিন রাওয়াতের মন্তব্যকে কেন্দ্র করে৷ সম্প্রতি এক মেজর-সহ চার সেনাকর্মীর মৃত্যুর প্রতিক্রিয়া দিতে গিয়ে বিপিন রাওয়াত বলেন, সেনা অভিযানের সময় যারা বাধা দেবে, এবার থেকে তাদেরও হামলাকারী হিসাবেই গ্রাহ্য করা হবে। আর যাদের হাতে পাক ও আইএস পতাকা থাকবে তাদেরও ‘দেশদ্রোহী’ ও ‘জঙ্গি’ হিসাবে চিহ্নিত করা হবে৷ তারা কঠোর শাস্তির জন্য প্রস্তুত থাকুক৷ রাওয়াতের এই মন্তব্যের সমর্থন করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরও৷ তবে তাঁর মতে, কাশ্মীরের সব মানুষ জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল বলে ভাবে সেনা। তিনি অবশ্য আশ্বাস দিয়েছেন সম্পূর্ণ নিশ্চিত না হয়ে কোনও কাশ্মীরির বিরুদ্ধেই পদক্ষেপ নেবে না সশস্ত্র বাহিনী।

পাঁচ নতুন বিচারপতি পেল সুপ্রিম কোর্ট

কিন্তু বিপিন রাওয়াতের কড়া বার্তার সমালোচনা করেছে কংগ্রেস। একজন সেনা প্রধান কেমন করে এই প্রকার মন্তব্য করতে পারেন? সেই বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে প্রধান বিরোধী দলের পক্ষ থেকে। জবাবে বিজেপির পক্ষ থেকে জম্মু ও কাশ্মীরের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ বলেন, “একজন সেনাপ্রধানের মন্তব্যের বিরোধিতা করছে কংগ্রেস৷ রাজনৈতিক ফায়দা পেতে আর কী করবে কংগ্রেস?” স্বার্থসিদ্ধিতে কংগ্রেস সেনাবাহিনীর প্রতি মানুষের আবেগকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি৷

রাজনের আমলে ছাপা ২০০০ টাকার নোটে কেন উর্জিতের সই, উঠছে প্রশ্ন

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement