Advertisement
Advertisement

Breaking News

PM Modi

‘কংগ্রেসের পরিবারতন্ত্রই পওয়ারকে প্রধানমন্ত্রী হতে দেয়নি’, হাত শিবিরকে খোঁচা মোদির

কয়েকদিন আগেই এক মঞ্চে দেখা গিয়েছিল পওয়ার ও মোদিকে।

Sharad Pawar did not get the chance to become PM due to Congress, says PM Modi। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 9, 2023 10:54 am
  • Updated:August 9, 2023 10:54 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরদ পওয়ার (Sharad Pawar) কখনও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পাননি। আর সেজন্য দায়ী কংগ্রেসের ‘পরিবারতান্ত্রিক রাজনীতি’। এভাবেই হাত শিবিরকে তোপ দাগতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই থেকে শুরু হয়েছে এনডিএ নেতাদের সঙ্গে মোদির বৈঠক। ১০ আগস্ট পর্যন্ত বিভিন্ন দফায় সাংসদদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। আগামী লোকসভা নির্বাচনের আগে জোটের সমস্ত সাংসদদের উদ্দীপ্ত করতেই এই পরিকল্পনা। মঙ্গলবার মহারাষ্ট্রের এনডিএ সাংসদদের সঙ্গে বৈঠক করেন মোদি। আর সেখানেই কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রধানমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: ‘গণ বিক্ষোভ মানেই সিদ্ধান্ত ভুল?’ বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি প্রসঙ্গে মন্তব্য সুপ্রিম কোর্টের]

সম্প্রতি এক মঞ্চে পাশাপাশি দেখা গিয়েছিল মোদি ও পওয়ারকে। ‘ইন্ডিয়া’ জোট মণিপুর ইস্যু ও অন্যান্য বিষয়ে প্রতিবাদে মুখর হয়েছে মোদি সরকারের বিরুদ্ধে। সংসদে এনেছে অনাস্থা প্রস্তাব। এই পরিস্থিতিতে মোদির (PM Modi) সঙ্গে করমর্দন করে এক মঞ্চে পওয়ারের উপস্থিতি ঘিরে অসন্তোষ জমা হয়েছে বিরোধীদের অন্দরে। সেই অসন্তোষকেই যেন আরও খানিক উসকে দিলেন মোদি। তবে পওয়ারকেও তিনি কাঠগড়ায় তুলেছেন। তাঁর অভিযোগ, কংগ্রেস ও পওয়ার মিলে বহু প্রতিভাবান মানুষকে উঠে আসতে দেননি স্বজনপোষণ করতে গিয়ে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

Advertisement

এদিন উদ্ধব ঠাকরের শিব সেনা শিবিরের উদ্দেশেও তোপ দেগেছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, বিজেপি জোট ছেড়ে বেরিয়ে আসেনি। মোদির কথায়, ”বিতর্ক কোনও কারণ ছাড়াই জন্ম নেয় না। আমরা কিন্তু সহ্য করেছি। কখনও কখনও অনেক কিছু আমরা নিশ্চিত বলে ধরে নিই। একদিকে ক্ষমতায় থাকব, অন্যদিকে আবার সমালোচনাও (জোটসঙ্গীর) করব… এই দুটো একসঙ্গে কী করে চলতে পারে?”

[আরও পড়ুন: মণিপুরে হিংসার জন্য দায়ী কংগ্রেস! বিগত সরকারের উপরই দোষ চাপালেন হিমন্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ