Advertisement
Advertisement

Breaking News

Jaishankar

পারস্পরিক স্বার্থ ও সংবেদনশীলতায় জোর, চিনের নাম না করেই মালদ্বীপকে বার্তা জয়শংকরের

বৃহস্পতিবারই ভারতে এসেছেন মালদ্বীপের বিদেশমন্ত্রী মুসা জামির।

India-Maldives ties based on mutual interests, says Jaishankar

ছবি: এএনআই

Published by: Biswadip Dey
  • Posted:May 9, 2024 7:36 pm
  • Updated:May 9, 2024 7:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে এসেছেন মালদ্বীপের বিদেশমন্ত্রী মুসা জামির। বৃহস্পতিবার তাঁর সঙ্গে বৈঠক হয়েছে বিদেশমন্ত্রী এস জয়শংকরের। আর সেখানেই জয়শংকর জানালেন, দুই দেশের সম্পর্ক দাঁড়িয়ে রয়েছে পারস্পরিক স্বার্থ ও সংবেদনশীলতার উপরে। এর আগে জামিরকে ‘উষ্ণ অভ্যর্থনা’ জানিয়ে জয়শংকর বলেছিলেন, এই বৈঠক ভারত ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করতে এবং আগামিদিনের রূপরেখা তৈরি করতে সাহায্য করবে।

এদিন নয়াদিল্লিতে জয়শংকর বলেন, ”ঘনিষ্ঠ এবং নিকটবর্তী প্রতিবেশী হিসাবে, আমাদের সম্পর্ক দাঁড়িয়ে রয়েছে স্পষ্টতই পারস্পরিক স্বার্থ এবং পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে। আমি আশা করি যে আমাদের আজকের বৈঠকটি বিভিন্ন ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গির সংমিশ্রণকে শক্তিশালী করতে সক্ষম হয়েছে।” সেই সঙ্গে জয়শংকর জানান, ভারত বরাবরই মালদ্বীপের উন্নয়নের অন্যতম প্রধান সরবরাহকারী। তবে সাম্প্রতিক সময়ে মালদ্বীপের সঙ্গে চিনের ঘনিষ্ঠতা, তাদের কূটনৈতিক সমীকরণের পরিবর্তন নিয়ে কিছু সরাসরি বলা হয়নি। জয়শংকর জোর দিয়েছেন ‘প্রতিবেশীকেই অগ্রাধিকার’ ইস্যুতে।

Advertisement

এর আগে মুসা জামিরের ভারতে আসা নিয়ে একটি বিবৃতি দিয়ে বিদেশমন্ত্রক জানায়, ‘৯ মে, বৃহস্পতিবার মালদ্বীপের (Maldives) বিদেশমন্ত্রী মুসা জামির বৈঠক করবেন বিদেশমন্ত্রী এস জয়শংকরের (S Jaishankar) সঙ্গে। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক বিষয় নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হবে। ভারত মহাসাগর অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা বজায় রাখতে মালদ্বীপ আমাদের কৌশলগত সহযোগী। আমরা আশা করছি, মুসা জামিরের এই সফর দুদেশের দ্বিপাক্ষিক সহযোগিতাকে অন্যমাত্রায় নিয়ে যাবে।’

Advertisement

[আরও পড়ুন: তামিলনাড়ুর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, পুড়ে মৃত ৫ মহিলা-সহ ৮ শ্রমিক

এদিকে নিজের প্রথম ভারত সফর নিয়ে খুবই উচ্ছ্বসিত মালদ্বীপের বিদেশমন্ত্রী। এদিন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আমার প্রথম ভারত সফরে দিল্লিতে এলাম। দুদেশের সম্পর্ক মজবুত করতে ইতিবাচক আলোচনা করার জন্য আমি আশাবাদী। এছাড়া ভারতের বৈচিত্রময় সংস্কৃতির সঙ্গে অবহিত হতে পারার জন্য আমি খুবই উচ্ছ্বসিত।’

[আরও পড়ুন: ভোটের মধ্যেই মুখোমুখি বিতর্কে বসুন মোদি ও রাহুল, অভিনব প্রস্তাব প্রাক্তন বিচারপতিদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ