Advertisement
Advertisement
Pakistan

স্বামী-সন্তান ছেড়ে পাক প্রেমিককে বিয়ে করেছে মেয়ে! ‘ও আমাদের কাছে মৃত’, মন্তব্য অঞ্জুর বাবার

গতকালই প্রকাশ্যে আসে প্রেমিক নাসরুল্লার সঙ্গে অঞ্জুর বিয়ের কথা।

She is 'Dead for us' says father of Indian woman Anju who married Pakistani Lover | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:July 26, 2023 12:37 pm
  • Updated:July 26, 2023 12:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমের টানে স্বামী, সন্তান ছেড়ে ভিনদেশে পাড়ি দেন। ধর্ম বদলে পাকিস্তানের (Pakistan) যুবক প্রেমিক নাসরুল্লাকে বিয়েও করে ফেলেছেন ভারতীয় বধূ অঞ্জু। সেখানে তাঁর নতুন নাম হয়েছে ফতিমা। এহেন মেয়ে সম্পর্কে বিতশ্রদ্ধ বাবার মন্তব্য, “আমাদের কাছে ও মৃত।”

গতকালই জানা গিয়েছে, খাইবার পাখতুন প্রদেশের প্রত্যন্ত গ্রামে নাসরুল্লা-অঞ্জুর নিকহ হয়েছে। বিয়ের আগে ধর্ম পরিবর্তন করা হয় উত্তরপ্রদেশের তরুণীর। নতুন নাম হয় ফতিমা। জেলা আদালতের অনুমোদনে নাসরুল্লা-ফতিমার আইনি বিবাহও সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। সামাজিকমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে নবদম্পতি স্থানীয় পাহাড়ি এলাকায় প্রমোদভ্রমণে বেরিয়েছেন। স্থানীয় ডেপুটি ইন্সপেক্টর জেনারেল নাসির মেহমুদ সাট্টি সি নাসরুল্লা-ফতিমার বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গিয়েছে, রীতিমতো পুলিশি পাহারায় নাসরুল্লার পরিবারের সদস্যদের উপস্থিতিতেই বিয়ে হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ডেটিং অ্যাপে আলাপ, হোটেলে ডেকে তরুণীকে ধর্ষণ ‘প্রেমিকের’]

সীমান্তপাড়ে যখন উৎসবের মেজাজ। তখন নিজের মেয়ে সম্পর্কেই ক্ষোভ উগরে দিলেন অঞ্জুর বাবা। তিনি বলেন, “ও আমাদের কাছে মৃত। ওঁর সম্পর্কে আমাদের কাছে কোনও আপডেট নেই। ও যা ইচ্ছে তাই করতে পারে, আমাদের কিছু করার নেই। গত এক বছর হল ওঁর সঙ্গে কথা বলিনি।” বিধ্বস্ত পিতা আরও বলেন, “আমি কীভাবে এমন এক মহিলার সঙ্গে সম্পর্ক রাখতে পারি, যে কেবল তাঁর স্বামীকে নয়, সন্তানদেরও ছেড়ে চলে গিয়েছে?” ভিসার মেয়াদ ফুরোলে মেয়ে ভারতে ফিরবে কিনা জানতে চাইলে বাবার উত্তর, “ও মারা গেলেও কিছু এসে যায় না।”

[আরও পড়ুন: লোকসভায় হাতছাড়া হতে পারে বাংলার ৩ আসন, আরও পাঁচে জয় নিয়ে সংশয়! চিন্তায় কেন্দ্রীয় BJP]

যদিও অঞ্জু পাকিস্তানে পাড়ি দেওয়ার পর মধ্যপ্রদেশের তেকানপুরের বাসিন্দা অঞ্জুর বাবা জানিয়েছিলেন, তাঁর মেয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। কারও সঙ্গে প্রেমের সম্পর্ক নেই তাঁর।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement