Advertisement
Advertisement
Shivaji Note

লক্ষ্মী-গণেশ নয়, টাকায় ছাপা হোক ছত্রপতি শিবাজির ছবি! এবার দাবি মহারাষ্ট্রের বিজেপি নেতার

এদিকে কেজরিওয়ালকে এখনও আক্রমণ করে চলেছে কংগ্রেস-বিজেপি।

Shivaji on currency note, Maharashtra leader's quip on BJP-AAP flashpoint | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 27, 2022 9:55 am
  • Updated:October 27, 2022 9:55 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্মী-গণেশ নয়। টাকায় যদি ছাপতেই হয়, তাহলে ছাপা হোক ছত্রপতি শিবাজির ছবি। এবার ‘আবদার’ মহারাষ্ট্রের বিজেপি (BJP) নেতার। তিনি বলছেন, টাকায় শিবাজির ছবি ছাপলেই তাঁকে ঠিকঠাক সম্মান জানানো হবে।

টাকায় ছবি ছাপা নিয়ে নতুন এই বিতর্কের জন্ম দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি লিখে দিল্লির মুখ্যমন্ত্রী ভারতীয় মুদ্রায় লক্ষ্মী-গণেশের ছবি ছাপানোর দাবি জানিয়েছেন। কেজরিওয়ালের দাবি, নতুন করে যে নোট দেশে ছাপানো হবে, সেখানে একটি পিঠে থাকুক মহাত্মা গান্ধীর (Mohatma Gandhi) ছবি। আর অন্য পিঠে ফুটে উঠুক লক্ষ্মী-গণেশের মুখ। তাঁর মতে, নোটে দেব-দেবীর ছবি থাকলে দেশের আর্থিক সমৃদ্ধি ঘটবে। বর্তমান দুর্দশা কাটিয়ে উঠবে অর্থনীতি।

[আরও পড়ুন: কংগ্রেস সভাপতি পদে দায়িত্ব নিয়েই ‘নিজের টিম’ গড়লেন খাড়গে! ব্রাত্য শশী থারুর]

তারপর থেকে অবশ্য কেজরিকে সবদিক থেকে আক্রমণের মুখে পড়তে হয়েছে। বিজেপি মুখপাত্র তেজিন্দর পাল সিং বাগগা বলছেন,”কেজরিওয়াল শুধু আতস বাজি পোড়ানোর জন্য হিন্দু শিশুদের জেলে ভরতে চান। এখন নিজের ঔরঙ্গজেবের মতো ভাবমূর্তি ভাঙতে এসব বলছেন। হিন্দু সাজার চেষ্টা করছেন।” দিল্লি বিজেপির প্রাক্তন সভাপতি মনোজ তিওয়ারি (Manoj Tiwari) বলছেন, “কেজরিওয়াল নিজের হিন্দুবিরোধী মুখ লুকোনোর মরিয়া চেষ্টা করছেন। কিন্তু তিনি তাতে ব্যর্থ হবেন।” অন্য বিরোধী দলগুলিও টার্গেট করছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। কংগ্রেস যেমন বলছে, ভোটব্যাংকের জন্য কেজরিওয়াল সব বলতে পারেন। কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত যেমন বলছেন,”ও তো বিজেপি-আরএসএসের (RSS) বি টিম। কেজরিওয়াল কিছুই বোঝে না। ভোটব্যাংকের জন্য ও সব বলতে পারে। কেজরিওয়াল যদি পাকিস্তানে যায় তাহলে সেখানে গিয়েও বলবে আমি পাকিস্তানি।” বৃহস্পতিবার টুইটারেও ট্রেন্ডিং ‘মনুবাদী কেজরিওয়াল’।

[আরও পড়ুন: আড়াই দশক বাদে হাতের বাইরে কংগ্রেসের রাশ, সোনিয়াকে নিয়ে আবেগঘন পোস্ট প্রিয়াঙ্কার]

কেজরির ওই চিঠি নিয়ে বিতর্ক চলছিলই। তার মধ্যেই মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক বলে নীতীশ রানে (Nitish Rane) নোটে শিবাজির ছবি ছাপার দাবি জানালেন। ছত্রপতি শিবাজির ছবি ছাপা হলে নোট দেখতে কেমন হবে, তেমন একটি ছবি তিনি নিজেই টুইট করেছেন। ক্যাপশনে লিখেছেন, পারফেক্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ