Advertisement
Advertisement

অটো চড়ে আসায় আপত্তি, পরিবারকে ঢুকতে বাধা শপিং মলে

অটো চড়ে শপিং করতে আসা এক পরিবারকে ঢুকতে বাধা দিল মুম্বইয়ের এক শপিং মলের নিরাপত্তারক্ষীরা৷

Shopping Mall authority refused entry of a family as they came by Auto
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 31, 2016 2:07 pm
  • Updated:October 31, 2016 2:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝাঁ চকচকে শপিং মলের পার্কিং লটে নামীদামি গাড়ি দাঁড়িয়ে থাকে৷ সে সবের ভিড়ে অটোরিকশা নেহাতই বেমানান৷ আর তাই অটোয় চড়ে শপিং করতে আসা এক পরিবারকে ঢুকতে বাধা দিল মুম্বইয়ের এক শপিং মলের নিরাপত্তারক্ষীরা৷

ঘটনা মুম্বইয়ের কুরলা অঞ্চলের এক শপিংমলের৷ বিকাশ তিওয়ারি নামে এক তরুণ ইঞ্জিনিয়ার পরিবারের সদস্যদের নিয়ে বেরিয়েছিলেন শপিংয়ে৷ কিন্তু কোনও গাড়ি বা ট্যাক্সিতে নয়, তিনি সওয়ার হয়েছিলেন তাঁর ভাইয়ের অটোয়৷ শপিং মলের সামনে অটোটি দাঁড়ানো মাত্র হল্লা জুড়ে দেন নিরাপত্তারক্ষীরা৷ তাঁকে জানানো হয়, অটো পার্ক করা নিয়মবিরুদ্ধ৷ বিকাশ পাল্টা প্রশ্ন করেন যে, কোথায় লেখা আছে এই নিয়ম৷ পার্কিং লটে তো যে কোনও গাড়িই দাঁড়াতে পারে৷ এরপরই শুরু হয় বচসা৷ পুরো ঘটনাটির ভিডিও করতে থাকেন বিকাশ৷ নিরাপত্তাকর্মীদের সুপারভাইজারকে জানিয়েও কোনও ফল মেলেনি৷ এমনকী পুলিশও পুরো ঘটনা জেনে হেসে ফেলেন৷ কিন্তু কোনও পদক্ষেপ নেয়নি৷ এরপরই মল কর্তৃপক্ষর সঙ্গে কথা বলেন বিকাশ৷ অটো পার্ক করা যে বারণ তা নোটিশ দিয়ে জানিয়ে দিতে বলেন তিনি৷ শেষমেশ ভিডিও ডিলিট করার শর্তে ওই মল থেকে বেরিয়ে আসেন তিনি৷

Advertisement

কিন্তু পুরো ভিডিওটি তিনি করেছিলেন ফেসবুকের লাইভ মোডে৷ ফলত সঙ্গে সঙ্গে এ খবর ছড়িয়ে পড়ে শহর জুড়ে৷ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানান বহু মানুষ৷ বিকাশ জানান, তাঁর ভাই রোজ হাজারো মানুষকে শপিংমলে নামিয়ে দিচ্ছে, আর সে নিজে প্রবেশ অধিকার পাবে না কেন৷ তাঁর প্রশ্ন, শহরকে স্মার্ট সিটি করে তোলার এত পরিকল্পনা যেখানে, সেখানে সাধারণ মানুষের প্রতি কেন এমন দুর্ব্যবহার৷ ঘটনা সম্পর্কে কোনও প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেছে মল কর্তৃপক্ষ৷

Advertisement

কিছুদিন আগেই পোশাক অপরিষ্কারের অজুহাতে এক গাড়ি চালকের প্রবেশে বাধা দিয়েছিল কলকাতার এক অভিজাত রেস্তোরাঁর কর্মীরা৷ তা নিয়ে শোরগোল পড়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ মুম্বইয়ের এ ঘটনা যেন জানিয়ে দিল, মানচিত্রে স্থান বদল হলেও মানসিকতার কোনও ফারাক হয় না৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ