১৪ আশ্বিন  ১৪৩০  সোমবার ২ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

প্রথম সফরেই তেজস এক্সপ্রেসে ভাঙল স্ক্রিন, চুরি হেডফোন

Published by: Sangbad Pratidin Digital |    Posted: May 25, 2017 8:34 am|    Updated: May 25, 2017 8:34 am

Smashed LCD screen, stolen headphones, Tejas Express's maiden run highlights 'deplorable' mindset

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে সরকারের সমালোচনা করতে এ দেশের মানুষ কখনও পিছপা হয়না৷ কিন্তু যখন আমরাই সরকারি সম্পত্তির ক্ষতি করি, তখন কতটুকু আত্মসমালোচনা করি নিজেদের? হাই স্পিড ট্রেন তেজস এক্সপ্রেস মুম্বই থেকে গোয়ার মধ্যে তার প্রথম যাত্রা শেষ করার পর আরও একবার এই প্রশ্নটা উঠে গেল৷ আমরা ভারতীয়রা প্রাপ্য সুযোগ-সুবিধার অপব্যবহার করে ফেলছি না তো?

গত সোমবার প্রথমবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে গোয়ার উদ্দেশে রওনা দেয় নয়া হাই স্পিড ট্রেন তেজস এক্সপ্রেস৷ মঙ্গলবার গোয়া থেকে ট্রেনটি ফিরলে দেখা যায় ট্রেনের বেশ কিছু স্ক্রিনের কাঁচ ভাঙা, মিলছে না কয়েকটি হেডফোন৷ এই হল অত্যাধুনিক ফিচারে ঠাসা, হাই স্পিড ট্রেনটির প্রথম সফরে রেল কর্তাদের অভিজ্ঞতা৷ যার জেরে তাঁরা ভাবতে শুরু করেছেন, এর পর ট্রেনে চড়ার আগে যাত্রীদের অনুরোধ করা হবে, নয়া ট্রেনটির কোনও ক্ষতি না করতে৷ এর আগে ট্রেনটির জানলার কাচও পাথর ছুড়ে ভেঙে ফেলা হয়েছিল৷

tejas-web-1

ঘন্টায় ২০০ কিলোমিটার বেগে যাত্রা করতে সক্ষম নয়া তেজস ট্রেনে ওয়াই-ফাই, সিসিটিভি, চা-কফির মেশিন, বায়ো টয়লেট-সহ একগুচ্ছ অত্যাধুনিক পরিষেবা মেলে৷ ট্রেনের প্রতিটি সিটের সামনে রয়েছে ছোট এন্টারটেনমেন্ট স্ক্রিন, সঙ্গে হেডফোন৷ সেই স্ক্রিন ভেঙে, অন্তত ১২টি হেডফোন চুরি করে নিয়ে গিয়েছে যাত্রীরা, অভিযোগ রেল কর্তাদের৷ তেজসে চেয়ারকারের পাশাপাশি রয়েছে এক্সিকিউটিভ ক্লাসও৷ মোট ২২টি নতুন ফিচার রয়েছে এই ট্রেনে৷ প্রত্যেক যাত্রীর জন্য আলাদা আলাদা এন্টারটেনমেন্ট স্ক্রিন ছাড়াও রয়েছে ফোন রাখার স্ট্যান্ড ও এলইডি বোর্ড৷ নিরাপদে রেল যাত্রার জন্য ‘গাইড’ করবে এই এলইডি বোর্ড৷


যাত্রীদের পাল্টা অভিযোগ, তেজস এক্সপ্রেসের শৌচাগারের অবস্থা খুবই খারাপ, খাবারের মানও ভাল নয়৷ অথচ, রেল কর্তাদের দাবি, বিমানে যাত্রীদের জন্য সাধারণত যা যা সুবিধা থাকে, সবই রয়েছে তেজসে৷ তাঁদের অভিযোগ, তেজস-এর মতো একটি আন্তর্জাতিক মানের ট্রেনেরও এই হাল হল প্রথম সফরেই৷ এর পর কী করে, কোন সাহসে বা ভরসায় অত্যাধুনিক পরিষেবা প্রদানকারী, বিলাসবহুল ট্রেন আনবে ভারতীয় রেল?

tejas-3-web

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে