সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাড়িতে ঢুকে পড়ল সাপ! বৃহস্পতিবার সকালের ঘটনায় রীতিমতো হুলুস্থুল পড়ে যায়। নিরাপত্তারক্ষীদের চোখে পড়তেই শুরু হয় তৎপরতা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন্যপ্রাণ বিভাগে। পরে জানা যায়, সাপটি বিষধর ছিল না। তবে দিল্লির বুকে অমিত শাহর বাড়িতে সাপ ঢুকে যাওয়ার ঘটনায় বিস্মিত অনেকেই।
শাহের (Amit Shah) নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক মারফত জানা যায়, গায়ে ডোরাকাটা দাগ ছিল ওই সাপটির। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির চত্বরে সাপটিকে দেখা যেতেই শোরগোল পড়ে যায়। এক মুহূর্ত দেরি না করে বন্যপ্রাণ বিভাগে খবর পাঠানো হয়। বন্যপ্রাণ বিভাগের দুই কর্মী এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে, পাঁচ ফুট দৈর্ঘ্যের ওই সাপটি নির্বিষ ঢোঁড়া প্রজাতির। যার পোশাকি নাম ‘এশিয়াটিক ওয়াটার স্নেক’ (Asiatic water snake)।
বন্যপ্রাণ বিভাগের এক কর্মী জানান, বৃহস্পতিবার সকালে ডোরাকাটা সাপটি চোখে পড়ে নিরাপত্তারক্ষীদের। খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর দিল্লির বাংলোর চত্বরে সাপ দেখে চমকে ওঠেন তাঁরা। নিরাপত্তারক্ষীদের ঘরের কাছে কাঠের পাটাতনের মধ্যে লুকিয়ে ছিল সাপটি। বন্যপ্রাণ বিভাগের কর্তার কথায়, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা আধিকারিকদের ধন্যবাদ জানাতে চাই। কারণ তাঁরা নিজেরা কোনও হঠকারী সিদ্ধান্ত না নিয়ে সঙ্গে সঙ্গে আমাদের খবর দিয়েছেন। অনেকক্ষেত্রেই উত্তেজনা ও আতঙ্কের বশে নিজেরাই সাপকে মেরে ফেলে। তবে এক্ষেত্রে তেমনটা করা হয়নি।”
জানা গিয়েছে, এই ধরনের সাপ সচরাচর পুকুর কিংবা ডোবার মতো ছোট জলাশয়েই দেখা যায়। ১৯৭২ সালের বন্যপ্রাণ সংরক্ষণ আইনে এই প্রজাতির সাপকে সংরক্ষণ করার কথা বলা হয়েছে। তাহলে দিল্লির মতো জনবহুল এলাকায় অবস্থিত বাংলোয় কীভাবে ঢুকে পড়ল সাপ? দিল্লি প্রশাসনের এক আধিকারিকের কথায়, বর্ষার মরশুমে দিল্লিতে এমনটা অস্বাভাবিক নয়। ইতিমধ্যেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এমন ৭০টি সাপকে উদ্ধার করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.