Advertisement
Advertisement
Saudi PM

আগামী মাসেই মোদির সঙ্গে সাক্ষাৎ করতে ভারতে আসছেন সৌদি যুবরাজ!

জি২০ সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথেই নয়াদিল্লি আসার কথা বিন সলমনের।

Sources claims Saudi Crown Prince Mohammed bin Salman will visit India to meet PM Modi। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 23, 2022 2:36 pm
  • Updated:October 23, 2022 2:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী মাসেই ভারতে আসছেন সৌদি আরবের (Saudi Arab) যুবরাজ ও প্রধানমন্ত্রী মহম্মদ বিন সলমন (Mohammed bin Salman)। নভেম্বরের মাঝামাঝি ইন্দোনেশিয়ার বালিতে বসতে চলেছে জি২০ সম্মেলনের আসর। সেই সম্মেলনে যাওয়ার পথেই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করতে আসতে পারেন সলমন। এমনটাই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের।

ওই সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ১৪ নভেম্বর ভোরেই ভারতে আসবেন যুবরাজ। সেদিনই বিকেলের দিকে ফের ইন্দোনেশিয়ার উদ্দেশে রওয়ানা দেবেন তিনি। গত সেপ্টেম্বরেই বিদেশমন্ত্রী এস জয়শংকরের মাধ্যমে তাঁকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি। জানা যাচ্ছে, সেই আমন্ত্রণে সাড়া দিয়েই এদেশে আসবেন সলমন।

Advertisement

[আরও পড়ুন: সুদীপ ‘সুখী নেতা’, তাপস রায়ের পাশে দাঁড়িয়ে সাংসদকে খোঁচা মদনের]

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিতে জ্বালানি সংক্রান্ত যে সমস্যা সৃষ্টি হয়েছে, সেই প্রেক্ষিতে মোদি-সলমন বৈঠক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সেবিষয়ে নিশ্চিত ওয়াকিবহাল মহল। আসলে রাশিয়া-সহ ওপেক প্লাস দেশগুলি জ্বালানির দাম কমানোর পরেই পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। তেল উৎপাদনকারী দেশ ও প্রধান তেল গ্রাহক দেশগুলোর মধ্যে চলছে দড়ি টানাটানি যুদ্ধ। ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরবকে তেলের দাম কমানো নিয়ে ‘পরিণামে’র কথা বলে সতর্ক করেছেন। জি২০ বৈঠকে তাঁর সঙ্গেও সলমনের সাক্ষাৎ হবে। সেদিকেও তাকিয়ে আন্তর্জাতিক মহল।

উল্লেখ্য, সম্প্রতি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী হতে দেখা গিয়েছে সৌদি আরব ও ভারতকে। জানা গিয়েছে, দুই দেশের মধ্যে সমুদ্রের নিচ দিয়ে বৈদ্যুতিক তারের সংযোগও স্থাপিত হতে পারে। যার মাধ্যমে নয়াদিল্লির পুনর্নবীকরণযোগ্য শক্তি পৌঁছবে মধ্যপ্রাচ্যেও। এই সপ্তাহেই ভারতে এসেছিলেন সৌদি আরবের শক্তিমন্ত্রী আবদুলাজিজ বিন সলমন। তৈলজাত সামগ্রীর দাম কমানো নিয়ে বৈঠকও করেন তিনি। সেই সঙ্গে অনলাইনে চিনের সঙ্গেও বৈঠক করেন তিনি। এবার কয়েক সপ্তাহের মধ্যেই স্বয়ং সৌদি যুবরাজের ভারতে আসতে চলেছেন বলেই দাবি।

[আরও পড়ুন: আইন ভেঙে বিদেশি অনুদান! রাজীব গান্ধী ফাউন্ডেশনের বিরুদ্ধে বড় পদক্ষেপ কেন্দ্রের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement