Advertisement
Advertisement

মুম্বইয়ের রেল স্টেশনে পদপিষ্ট হয় মৃত ১৫, আহত অন্তত ৩০ 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের আনন্দ ম্লান করে নেমে এল মৃত্যুর কালো ছায়া। নবরাত্রির শেষ দিনে বাণিজ্যনগরী মুম্বইয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত ১৫ জনের। আহত হয়েছেন প্রায় তিরিশ জন। Advertisement #UPDATE 15 people dead in a stampede at Elphinstone railway station’s foot over bridge in Mumbai pic.twitter.com/lTJEECEmGl Advertisement — ANI (@ANI) September 29, 2017 Advertisement প্রশাসন সূত্রে […]

Stampede at Mumbai railway station, 3 killed
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 29, 2017 6:07 am
  • Updated:September 29, 2017 7:19 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের আনন্দ ম্লান করে নেমে এল মৃত্যুর কালো ছায়া। নবরাত্রির শেষ দিনে বাণিজ্যনগরী মুম্বইয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত ১৫ জনের। আহত হয়েছেন প্রায় তিরিশ জন।


প্রশাসন সূত্রে খবর, বাণিজ্যনগরীর এলফিনস্টোন রেল স্টেশনে শুক্রবার ঘটনাটি ঘটে। প্রবল বৃষ্টির জেরে ওই স্টেশনটি যাত্রীদের ভিড়ে উপচে পড়ে। বৃষ্টির হাত থেকে বাঁচতে অনেকেই আশ্রয় নেয় ‘ফুটব্রিজের’ উপর। তারই মধ্যে চলে নিত্যযাত্রীদের আসা-যাওয়া। বৃষ্টির জেরে বাড়তে থাকে ভিড়। এমনই পরিস্থিতিতে শুরু হয় বিশৃঙ্খলা। আচমকা ভিড়ের চাপে মাটিতে পড়ে যান বেশ কয়েকজন যাত্রী। ছড়িয়ে পড়ে আতঙ্ক। ওই ব্রিজ থেকে প্লাটফর্মে নামতে মরিয়া হয়ে ওঠে জনতা। এখনও পর্যন্ত জানা যাচ্ছে, পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন তিন জন। বিএমসি সূত্রে খবর, সকাল ১০:৪৫ নাগাদ ঘটনাটি ঘটে। তবে ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। কয়েকজন যাত্রী জানিয়েছেন, হঠাৎ ব্রিজ ভেঙে পড়ছে বলে খবর রটে যায়। ফলে মরিয়া হয়ে ব্রিজ থেকে নামতে শুরু করে জনতা। যার জেরে দুর্ঘটনাটি ঘটে। তবে দু’টি প্লাটফর্মে একই সঙ্গে ট্রেন চলে আসায় যাত্রীদের চাপে দুর্ঘটনাটি ঘটে বলেও জানিয়েছেন কয়েকজন যাত্রী।

এই ঘটনায় ইতিমধ্যে বিবৃতি জারি করেছে রেল। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল ও মেডিক্যাল টিম। আগতদের উদ্ধার করে নিকটবর্তী কেইএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  কেইএম মেডিক্যাল অফিসার প্রবীণ বাঙ্গার জানিয়েছেন, পদপিষ্ট হয়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।  আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

[উৎসবের ভিতর অন্ধকার, চা বাগানে ভয়াবহ আগুনে মাথায় হাত শ্রমিকদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ