Advertisement
Advertisement

Breaking News

মোদির জন্মদিন ‘উপলক্ষ্যে’ রবিবার খোলা থাকবে স্কুল

আসতে হবে সব পড়ুয়াকে।

Students asked to go to school on a Sunday to celebrate Modi’s birthday
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 8, 2017 3:19 pm
  • Updated:September 8, 2017 3:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  এবার থেকে রবিবারও স্কুলে আসতে হবে পড়ুয়াদের। তবে পড়াশোনার জন্য নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রাথমিক স্কুল পড়ুয়াদের রবিবারও হাজির হতে হবে স্কুলে। নতুন নিদান উত্তরপ্রদেশ প্রশাসনের।

[টুইটারে মোদিকে ‘ব্লক’ প্রতিবাদীদের একাংশের, সাফাই দিতে ব্যস্ত বিজেপি]

Advertisement

কেন্দ্রীয় মন্ত্রী অনুপমা জয়সওয়ালের নতুন ফরমান ইতিমধ্যেই জারি হয়ে গেছে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে। সেপ্টেম্বরের ১৭ তারিখ মোদির জন্মদিন উপলক্ষ্যে রাজ্য জুড়ে চলবে পরিচ্ছন্নতা অভিযান। সেই কর্মসূচির আওতায় প্রাথমিক স্কুলগুলিতেও চলবে সাফাই অভিযান। ছাত্রছাত্রীদের অংশ নিতে হবে সেই অভিযানে। প্রায় এক লক্ষ ষাট হাজার প্রাথমিক স্কুলের পড়ুয়াদের সেদিন উপস্থিত থাকতে বলা হয়েছে। উল্লেখ্য এই ১৭ সেপ্টেম্বর রবিবার। তবে প্রাথমিক স্কুলগুলো এখনও এরকম কোনও নির্দেশিকা পায়নি বলে জানিয়েছে।

Advertisement

[ভোটের পর ‘অজানা উৎস’ থেকে বিজেপির অ্যাকাউন্টে ৪৬১ কোটি!]

যদিও বিভিন্ন এলাকার বিধায়কদের দত্তক নেওয়া স্কুলগুলিতেই এই নির্দেশিকায় জোর দেওয়া হচ্ছে, তবুও রবিবার স্কুল যাওয়ার উপর জোর দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। কোনও সিদ্ধান্ত এভাবে চাপিয়ে দেওয়া যায় না বলে বিরোধী শিবিরের কটাক্ষ। তবে রাজ্য বিজেপির মুখপাত্রের সাফাই, যেভাবে সারা দেশ জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে স্বচ্ছ ভারত অভিযান, তাতে ছাত্র ছাত্রীদের সামনে মোদিকে আদর্শ হিসেবে তুলে ধরার জন্য এই কর্মসূচির বিকল্প নেই।

[গো-মাংস নিয়ে বিদেশি পর্যটকদের ‘ফতোয়া’ কেন্দ্রীয় পর্যটনমন্ত্রীর]

তবে স্কুলে স্কুলে পরিচ্ছন্নতা অভিযানের নামে এভাবে রাজনৈতিক কর্মসূচি চালানোর কড়া সমালোচনা করেছে বিভিন্ন রাজনৈতিক দল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ