Advertisement
Advertisement
Haryana

মহিলাদের হাজার টাকা, ফ্রি বিদ্যুৎ! ভোটমুখী হরিয়ানায় ‘৫ গ্যারান্টি’ আপের

কেজরিওয়াল চোর হলে এই পৃথিবীতে কেউ সৎ হতে পারে না, দাবি সুনীতার।

Sunita Kejriwal announce 5 guarantee for Haryana Assembly

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:July 20, 2024 6:45 pm
  • Updated:July 20, 2024 9:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলের প্রধান জেলবন্দী থাকলেও থেমে নেই আম আদমি পার্টি। বরং পাঞ্জাবের পর আপের নজরে এখন বিজেপি শাসিত হরিয়ানা। আগামী অক্টোবর মাসে এই রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন। সেদিকে নজর রেখেই এবার সেখানে প্রতিশ্রুতির ঝুলি কাঁধে হাজির হল কেজরির দল। আপের তরফে হরিয়ানাবাসীর উদ্দেশে ‘কেজরির ৫ গ্যারান্টি’ নামে ইস্তেহার প্রকাশ করা হয়েছে। যেখানে রাজ্যে ক্ষমতায় এলে মহিলাদের ১০০০ টাকা করে দেওয়ার পাশাপাশি ঘোষণা করা হয়েছে বিনামূল্যে বিদ্যুতের।

বর্তমানে আবগারি দুর্নীতি মামলায় ইডি ও সিবিআইয়ের জালে জড়িয়ে তিহাড়বন্দী অরবিন্দ কেজরিওয়াল। এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনের মতোই হরিয়ানা রাজ্যে আপের হয়ে প্রচারের ভার সামাল দিচ্ছেন তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল। শনিবার হরিয়ানার জন্য ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে সুনীতার পাশাপাশি উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং-সহ আরও অনেকে। ইস্তেহারে যে ৫ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা হল, ২৪ ঘণ্টা বিনামূল্যে বিদ্যুৎ, বিনামূল্যে চিকিৎসা, বিনামূল্যে সবচেয়ে ভালো শিক্ষা ব্যবস্থা, মহিলাদের মাসে ১০০০ টাকা ভাতা এবং বেকারদের রোজগারের ব্যবস্থা করা।

Advertisement

[আরও পড়ুন: দেশের অর্থনীতির হাল কেমন! বাজেটের আগে আর্থিক সমীক্ষায় জানা যাবে ভাঁড়ারের হাল]

তবে শুধু ইস্তেহার নয়, এই অনুষ্ঠান থেকে অরবিন্দ কেজরিওয়ালের ঢালাও প্রশংসা করেন তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল। তাঁকে কৃষ্ণের সঙ্গে তুলনা করে তিনি বলেন, “অরবিন্দ কেজরিওয়ালের জন্ম ১৬ অগাস্ট ১৯৬৮ সালে হয়েছিল। ওই দিন ছিল জন্মাষ্টমী। ভগবান ওনাকে দিয়ে বড় কিছু করাতে চাইছিলেন। তাই হরিয়ানায় জন্ম হওয়া কেজরিওয়াল নিজের দল গঠন করে প্রথম নির্বাচনেই মুখ্যমন্ত্রী হন। উনি দিল্লি ও পাঞ্জাবের সরকারি স্কুলগুলির আমূল পরিবর্তন করেন, মহল্লা ক্লিনিক থেকে বিনামূল্যে বিদ্যুতের ব্যবস্থা করেন।”

Advertisement

[আরও পড়ুন: ট্রেনি IAS পূজার মায়ের বাড়িতে পুলিশি অভিযান, বাজেয়াপ্ত বন্দুক ও গুলি]

এর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে সুনীতা বলেন, “মোদিজি কেজরিওয়ালকে জেলে পোরেননি, উনি ‘হরিয়ানার লাল’কে জেলে ভরেছেন। মোদিজি বলেন, কেজরিওয়াল চোর। যদি কেজরিওয়াল চোর হন তাহলে এই পৃথিবীতে কোথাও কোনও সৎ মানুষ থাকতে পারে না। আগামী ৩ মাস পর এখানে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে গোটা হরিয়ানা কেজরিওয়ালের পাশে দাঁড়াবে বিজেপিকে একটি আসনও দেবে না।”উল্লেখ্য, এবার হরিয়ানায় ৯০টি আসনেই প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে আপ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ