Advertisement
Advertisement

Breaking News

Supreme Court

দিল্লির আমলাদের নিয়ন্ত্রণ কেন্দ্রের হাতেই! মুখ্যসচিবের মেয়াদবৃদ্ধিতে সায় সুপ্রিম কোর্টের

আর কি মুখ্যসচিব করার লোক ছিল না? প্রশ্নও তুলল শীর্ষ আদালত।

Supreme Court cleared the centre's proposal to extend the tenure of Chief Secretary | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 29, 2023 9:07 pm
  • Updated:November 29, 2023 9:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ যে পুরোপুরি কেন্দ্রীয় সরকারের হাতেই সেটা আরও একবার স্পষ্ট হয়ে গেল সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে। দিল্লি সরকারের মুখ্য সচিবের কার্যকালের মেয়াদ বৃদ্ধিতে সম্মতি দিয়ে দিল শীর্ষ আদালত। যা দিল্লির আপ সরকারের জন্য বড়সড় ধাক্কা।

দিল্লির আমলাতন্ত্রের দখল কার হাতে থাকবে, এই নিয়ে কেন্দ্র ও দিল্লির সরকারের দ্বন্দ্ব দীর্ঘদিনের। সেই দ্বন্দ্বে নয়া মাত্রা যোগ করল এই মুখ্যসচিবের মেয়াদবৃদ্ধি। দিল্লির মুখ্যসচিব পদে নরেশ কুমারের (Naresh Kumar) ৬ মাসের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল কেন্দ্র। কিন্তু সেটার বিরোধিতা করে দিল্লি সরকার। দিল্লির আপ সরকারের দাবি, যে অর্ডিন্যান্স বলে কেন্দ্র দিল্লির সচিবদের বদলি এবং মেয়াদবৃদ্ধি নিয়ে সব সিদ্ধান্ত নিচ্ছে, সেই অর্ডিন্যান্সের বিরুদ্ধে এই মুহূর্তে শীর্ষ আদালতে মামলা চলছে। তাই ওই অর্ডিন্যান্সের বলে কোনও সিদ্ধান্ত নেওয়া যায় না।

Advertisement

[আরও পড়ুন: কাটল পাক যুবকের মোহ? আচমকা ভারতে ফিরলেন ‘পাকিস্তানি বধূ’ অঞ্জু]

মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। কিন্তু শীর্ষ আদালত দিল্লি সরকারের দাবি খারিজ করে দিল। কেন্দ্রের প্রস্তাবে সায় দিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। যার ফলে ছ’মাস বেড়ে গেল দিল্লির মুখ্যসচিব নরেশ কুমারের কার্যকালের মেয়াদ। তাৎপর্যপূর্ণভাবে ২৪ ঘণ্টা পরই অবসর নেওয়ার কথা ছিল তাঁর। তবে নরেশ কুমারের মেয়াদবৃদ্ধিতে সায় দিলেও কেন্দ্রকে কড়া প্রশ্নবাণেও বিদ্ধ করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট বলছে, “আপনারা যখন এই মেয়াদবৃদ্ধি করতে চাইছেন, করুন। কিন্তু আপনার কাছে আর কোনও যোগ্য আধিকারিক নেই যিনি মুখ্যসচিব হতে পারেন? একই ব্যক্তিকে নিয়ে টানাটানি কেন?”

Advertisement

[আরও পড়ুন: শ্রমিকরা যখন আটকে, রাহুল-প্রিয়াঙ্কা তখন নাচছে! পরিবার তুলে কটাক্ষ হিমন্তের]

উল্লেখ্য, দিল্লির আমলাদের নিয়ন্ত্রণ নিয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) যে রায় মাসকয়েক আগে দিয়েছিল, সেটা যায় দিল্লি সরকারের পক্ষেই। কিন্তু পরে অর্ডিন্যান্স এনে রাতারাতি সেই রায় কার্যত নাকচ করে দেয় কেন্দ্র। ওই অর্ডিন্যান্সে বলা হয়, আমলাতন্ত্রের যাবতীয় নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্রের হাতেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ