Advertisement
Advertisement

Breaking News

Supreme Court

‘অসংবেদনশীল’, ১০ বছরেও উত্তরপ্রদেশে ৮৫৩ বন্দি জামিন না পাওয়ায় ধমক সুপ্রিম কোর্টের

শীর্ষ আদালতের ধমক খেতে হল এলাহাবাদ হাই কোর্টকেও।

Supreme Court criticises UP over 853 pending pleas। Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Biswadip Dey
  • Posted:July 26, 2022 6:59 pm
  • Updated:July 26, 2022 7:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ বছরেরও বেশি সময় ধরে জেলে রয়েছেন ৮৫৩ জন বিচারাধীন বন্দি। এখনও তাঁদের আবেদন ঝুলে রয়েছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের (Supreme Court) ভর্ৎসনার মুখে পড়ল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) যোগী সরকার। শীর্ষ আদালত জানিয়ে দিল, যদি এই বকেয়া মামলাগুলিতে যথাযথ পদক্ষেপ না করে রাজ্য, তাহলে সেক্ষেত্রে ওই বিচারাধীন বন্দিদের সকলকে জামিন দেবে সুপ্রিম কোর্টই। কেবল যোগী সরকারই নয়, শীর্ষ আদালতের ধমক খেতে হল এলাহাবাদ হাই কোর্টকেও।

বিচারপতি সঞ্জয় কৌল এবং বিচারপতি এম এম সুন্দ্রেশের বেঞ্চ জানিয়েছে, রাজ্য সরকার ও হাই কোর্ট, উভয়ই এবিষয়ে আদৌ ‘সংবেদনশীল’ নয়। তাই সুপ্রিম কোর্ট নিজেরাই এই বিষয়টিকে নিজেদের দায়িত্বে নিয়ে সকলকে জামিন দিয়ে দিতে পারে।

Advertisement

[আরও পড়ুন: মূল্যবৃদ্ধি নিয়ে লাগাতার আক্রমণ বিরোধীদের, করোনার অজুহাত দেখিয়ে আলোচনা এড়াল কেন্দ্র]

একটি মামলার সুবাদে পুরো বিষয়টি নজরে আসে শীর্ষ আদালতের। গত ১২ বছর ধরে জেলে রয়েছেন সুলেমান নামের এক ব্যক্তি। তিনি এখনও বিচারাধীন বন্দি। কিন্তু তাঁর জামিনের আবেদন শোনার মতো কোনও বেঞ্চই নেই হাই কোর্টে। বাধ্যত তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শীর্ষ আদালতের কাছে জামিনের আরজি জানানোর সময় সুলেমান দাবি করেন, জেলে এমন বন্দিও রয়েছেন, যারা টানা ১৫ বছর ধরে জামিন পাননি।

Advertisement

এই বিষয়ে শুনানির সময় সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, ”বিচারাধীনদের জামিন দিতে হবে। অন্যথায় আমরাই তা দিয়ে দেব। যদি আপনারা বিষয়টিকে সামলাতে না পারেন, তাহলে আমরাই সামলাব। হাই কোর্ট ও রাজ্য, উভয়েরই এই বিষয়ে সমস্যা রয়েছে। এভাবে অনির্দিষ্টকালের জন্য এই মানুষগুলিতে গরাদের আড়ালে রেখে দেওয়া যায় না।” এরপরই বিচারপতিদের বেঞ্চ জানায়, এখনও পর্যন্ত ৮৫৩ জন বিচারাধীন বন্দি রয়েছেন রাজ্যে, যাঁরা ১০ বছরেরও বেশি সময় ধরে জামিনের অপেক্ষায় রয়েছেন। কোনও সন্দেহ নেই, সুপ্রিম কোর্টের এহেন মন্তব্যে মুখ পুড়ল যোগী সরকারের।

[আরও পড়ুন: পাক অধিকৃত কাশ্মীরে করিডর বানাতে তৃতীয় দেশকেও শামিল! চিন ও পাকিস্তানকে একহাত ভারতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ