Advertisement
Advertisement

Breaking News

উন্নাও

উন্নাওয়ের নির্যাতিতা,আইনজীবীকে দিল্লির এইমসে ভরতি করার নির্দেশ সর্বোচ্চ আদালতের

আগামী শুক্রবারের মধ্যে নির্যাতিতাকে এইমসে ভরতি করা হবে।

Supreme Court orders shifting of Unnao rape victim, her lawyer to Delhi.
Published by: Soumya Mukherjee
  • Posted:August 5, 2019 8:34 pm
  • Updated:August 5, 2019 8:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগে লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল হাসপাতাল থেকে দিল্লির এইমসে নির্যাতিতাকে নিয়ে আসার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি। কিন্তু, মেয়েটির শারীরিক অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাতে আপত্তি জানিয়েছিল তাঁর পরিবার। নির্যাতিতা একটু সুস্থ হলেই তাঁকে দিল্লির এইমসে এয়ারলিফট করে আনার আবেদন করেছিলেন তাঁর আইনজীবী।

[আরও পড়ুন: বিরোধিতা সামান্যই, অনায়াসে রাজ্যসভায় পাশ জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল ২০১৯]

পরিস্থিতি খতিয়ে দেখে সোমবার সেই আবেদনকে মান্যতা দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। কিন্তু, ভেন্টিলেশনে থাকা অবস্থাতেই নির্যাতিতার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। প্রথমে জ্বর এসেছিল এখন নিউমোনিয়াও ধরা পড়েছে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকরা। এই অবস্থায় আরও ভাল চিকিৎসার জন্য সোমবার তাঁকে দিল্লি নিয়ে আসার নির্দেশ দিল সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী শুক্রবারের মধ্যে তাঁকে এইমসে ভরতি করা হবে বলে জানা গিয়েছে। তবে শুধু তাঁকেই নয়, তাঁর আইনজীবীকেও চিকিৎসার জন্য দিল্লির এইমস নিয়ে আসার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।

Advertisement

সোমবার এই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক গুপ্ত ও বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চে। বিচারপতিরা নির্যাতিতার আইনজীবীকে প্রশ্ন করেন, তাঁর শারীরিক অবস্থা এখন কেমন আছে? এয়ারলিফট করে তাঁকে দিল্লিতে আনা কি সম্ভব হবে? এই বিষয়ে নির্যাতিতা পরিবারের লোকেরা কী বলছেন? তাঁরা কি দিল্লির এইমসে নিয়ে এসে চিকিৎসার বিষয়ে কোনও আপত্তি জানিয়েছেন?

Advertisement

তাঁদের এই প্রশ্নের জবাবে আইনজীবী জানান, লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটি হাসপাতাল জানিয়েছে নির্যাতিতা ও তাঁর আইনজীবীর পরিস্থিতি সংকটজনক। আইনজীবীকে ভেন্টিলেশন থেকে বাইরে বের করা হলেও এখনও ভেন্টিলেশনে রয়েছেন নির্যাতিতা। তাঁর নিউমোনিয়া হয়েছে বলে ডাক্তাররা জানিয়েছেন। এর মধ্যে একটি অস্ত্রোপচারও করা হয়েছে তাঁর। দিল্লির এইমসে স্থানান্তরিত করার ব্যাপারে নির্যাতিতার পরিবারের তরফে কিছু জানানো হয়নি। আদালত যদি মনে তাঁকে এইমসে নিয়ে এসে ভরতি করানো হবে। একথা শোনার পরেই নির্যাতিতা ও তাঁর আইনজীবীকে দিল্লির এইমস নিয়ে এসে চিকিৎসা করানোর নির্দেশ দেয় আদালত।

[আরও পড়ুন: কাশ্মীর ইস্যুতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা, রাজ্যগুলিকে অ্যাডভাইজারি কেন্দ্রের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ