Advertisement
Advertisement

Breaking News

Supreme Court

‘অন্য রাজ্যে এত কথা, বিজেপি শাসিত রাজ্যে চুপ কেন?’, কেন্দ্রকে বিঁধল সুপ্রিম কোর্ট

শীর্ষ আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে মণিপুর প্রসঙ্গও।

Supreme Court slams Central Government on Nagaland women reservation issue | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:July 25, 2023 5:46 pm
  • Updated:July 25, 2023 5:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনাদের দলের অধীনে থাকা রাজ্য সরকারগুলির বিরুদ্ধে কেন ব্যবস্থা নেন না? অথচ অন্য দলের সরকারগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেন। একটি মামলার শুনানি চলাকালীন কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করে সুপ্রিম কোর্ট (Supreme Court)। নাগাল্যান্ডের স্থানীয় নির্বাচনে মহিলাদের জন্য সংরক্ষণ প্রথা বাতিল করার একটি মামলা চলছিল শীর্ষ আদালতে। সেই মামলার শুনানির সময়েই বিচারপতির তিরস্কারের মুখে পড়ে কেন্দ্র সরকার।

নিয়ম অনুযায়ী, স্থানীয় প্রশাসনের নির্বাচনে ৩৩ শতাংশ আসন মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকে। কিন্তু কেন্দ্র ও নাগাল্যান্ড (Nagaland) সরকার পুরসভা নির্বাচনের ক্ষেত্রে এই নিয়ম মানতে চায়নি। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আইনি টানাপোড়েন চলছে নাগাল্যান্ডে। আগেও শীর্ষ আদালতে প্রশ্নের মুখে পড়েছে নাগাল্যান্ডের বিজেপি সরকারের ভূমিকা। মঙ্গলবার শুনানি চলাকালীন আবারও সুপ্রিম কোর্টে মুখ পুড়ল কেন্দ্র তথা বিজেপি সরকারের। 

Advertisement

[আরও পড়ুন: স্কুলের থেকে নিয়োগের ক্ষমতা ‘কেড়ে’ নিজেদের হাতে নিয়েছিলেন পার্থ-কল্যাণময়রা! বিস্ফোরক CBI]

মঙ্গলবার বিচারপতি এসকে কউলের এজলাসে শুনানি চলাকালীন ভর্ৎসনার মুখে পড়ে কেন্দ্র সরকার। বিচারপতি বলেন, “আপনাদের নিজের দল যে রাজ্যগুলিতে ক্ষমতায় রয়েছে সেখানে তো কড়া পদক্ষেপ করেন না কেন? অন্য দল যেসমস্ত রাজ্যে ক্ষমতাসীন, সেখানে ব্যবস্থা নেন। কিন্তু যেই আপনাদের দলের রাজ্যের প্রসঙ্গ আসে, তখন আপনারা চুপ করে থাকেন।”

Advertisement

রাজনৈতিক ক্ষেত্রে মহিলাদের সংরক্ষণ নিয়েও মন্তব্য করেন শীর্ষ আদালতের বিচারপতি। তিনি বলেন, নাগাল্যান্ডে সামাজিক নানা ক্ষেত্রেই মহিলারা অনেক এগিয়ে রয়েছেন। তাহলে নির্বাচনের ক্ষেত্রে কেন তাঁদের সংরক্ষণ থাকবে না কেন? নাগাল্যান্ডের সরকার কেন সংবিধানের নিয়মের বিরোধিতা করছে, আমি বুঝতে পারছি না। এই মামলার শুনানি চলাকালীন উঠে এসেছে বিজেপি-শাসিত মণিপুরের প্রসঙ্গও।

[আরও পড়ুন: বিশ্বের ধনীতম ক্রীড়াবিদের প্রথম একশোয় বিরাট, তালিকায় মাত্র দু’জন এশিয়ান তারকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ