Advertisement
Advertisement

Breaking News

Supreme Court vaccine

‘অযৌক্তিক এবং খামখেয়ালি’, টিকানীতি নিয়ে কেন্দ্রকে তুলোধোনা সুপ্রিম কোর্টের

ভ্যাকসিন নিয়ে এবার আদালতেও চাপের মুখে মোদি সরকার।

Supreme Court slams govt asks for a vaccine roadmap | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 3, 2021 8:28 am
  • Updated:June 3, 2021 1:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা যুদ্ধে টিকানীতির পুনর্বিবেচনা করতে এবার কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। একই সঙ্গে বয়সের ভিত্তিতে টিকার দাম নির্ধারণ নিয়ে কেন্দ্রের নীতির তীব্র সমালোচনা করল শীর্ষ আদালত। ৪৫ ঊর্ধ্ব দেশবাসীর বিনামূল্যে টিকাকরণ এবং তার কম বয়সিদের দাম দিয়ে টিকা নেওয়ার নীতি নিয়েছে কেন্দ্র। সুপ্রিম কোর্ট কেন্দ্রের এই নিয়মকে দৃশ্যত ‘খামখেয়ালি’ এবং ‘অযৌক্তিকতা’য় ভরা বলে সমালোচনা করেছে।

এ নিয়ে সোমবারই শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেই রায় প্রকাশ্যে এল বুধবার। সোমবারের রায়ে টিকার দাম নিয়েও কেন্দ্রের সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এল এন রাও ও বিচারপতি এস রবীন্দ্র ভাটের বেঞ্চের মন্তব্য, ‘‘১৮-৪৪ বছর বয়সিদের দাম দিয়ে টিকা নেওয়ার কথা বলেছে কেন্দ্র। ৪৫ ঊর্ধ্বদের টিকা দেওয়া হচ্ছে বিনামূল্যে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল ১৮-৪৪ বছর বয়সিদেরও করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে থাকতে হচ্ছে। এমনকী, কিছু কিছু ক্ষেত্রে করোনায় (Coronavirus) মারাও যাচ্ছেন তাঁরা। এই পরিস্থিতিতে ১৮-৪৪ বছরের জন্য দাম দিয়ে কেন্দ্রের টিকাকরণের নীতি দৃশ্যতই অযৌক্তিক এবং খামখেয়ালি মনোভাবের পরিচয় দিচ্ছে।’’

Advertisement

[আরও পড়ুন: কমছে করোনা সংক্রমণ, দ্রুত রাজ্যের উপনির্বাচন চেয়ে কমিশনে যেতে পারে তৃণমূল]

সুপ্রিম কোর্ট ওই রায়ে কেন্দ্রের টিকাকরণ (Vaccination) নীতি সংক্রান্ত একাধিক প্রশ্ন তুলে বলেছে, ৩১ ডিসেম্বরের মধ্যে কত টিকা দেশে পাওয়া যাবে তার একটা রেকর্ড জানাক সরকার। কারণ কেন্দ্র বলেছিল, এই বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ১০৮ কোটি দেশবাসীর টিকাকরণ হবে। সেই দাবির প্রেক্ষিতে বিভিন্ন রাজ্যে টিকার ঘাটতি, গ্রামে টিকা না পাওয়ার সমস্যা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। তিন বিচারপতির বেঞ্চ জানতে চেয়েছে, ‘‘এই পরিস্থিতিতে কী ভাবে ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের মানুষের টিকাকরণের কথা ভাবছে কেন্দ্র, তার একটি স্পষ্ট পরিকল্পনা সামনে আনা হোক।’’
৩০ জুন এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন কেন্দ্রের থেকে টিকা নিয়ে সম্পূর্ণ নীতি চাওয়া হয়েছে। বিশেষ করে বয়সভিত্তিক টিকার ব্যাপারে কেন্দ্র কী পদক্ষেপ নিতে চাইছে তা স্পষ্ট করতে নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ