Advertisement
Advertisement
Supreme Court

শিক্ষকদের পোস্টিং মামলা: সুপ্রিম কোর্টে স্বস্তি মানিক ভট্টাচার্যের, ইডি-সিবিআই তদন্তে স্থগিতাদেশ

সাতদিন পর ফের মামলার শুনানি।

Supreme Court stays order on Calcutta HC's order to investigate against Manik Bhattacharya in teachers posting case | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 3, 2023 5:59 pm
  • Updated:August 3, 2023 7:12 pm

সোমনাথ রায়, নয়াদিল্লি: শিক্ষকদের পোস্টিং মামলায় সাময়িক স্বস্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের (Supreme Court) বিশেষ বেঞ্চ তাঁর বিরুদ্ধে ইডি ও সিবিআইকে তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দিল। কলকাতা হাই কোর্টের  (Calcutta HC) তরফে তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশেই স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি শিক্ষকদের বদলি সংক্রান্ত মামলার তদন্তেও স্থগিতাদেশ (Stay Order) দেওয়া হয়েছে বলে খবর। এ বিষয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শুনানি হবে না আপাতত।

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এই মুহূর্তে জেলবন্দি পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বারবার জামিন খারিজ হচ্ছে তাঁর। এমনকী মানিক ভট্টাচার্য স্ত্রী ও ছেলের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। তাঁদেরও একাধিকবার ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। শিক্ষক নিয়োগের পাশাপাশি সম্প্রতি শিক্ষকদের পোস্টিং নিয়েও মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাতে হাই কোর্ট নতুন করে ইডি (ED), সিবিআইকে (CBI) তদন্তের নির্দেশ দেন। তার বিরোধিতায় শীর্ষ আদালতের দ্বারস্থ হন মানিক ভট্টাচার্য।

Advertisement

[আরও পড়ুন: Madan Mitra: ‘ওঁর জায়গায় আমি হলে…’, নুসরত বিতর্কে মুখ খুললেন মদন]

জানা গিয়েছে, এদিন সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্যর আবেদনের ভিত্তিতে বিশেষ শুনানি হয়। বিচারপতি এ এস বোপান্না প্রশ্ন তোলেন, এই মামলায় মানিক ভট্টাচার্য পার্টিই নন, তাঁর বিরুদ্ধে কেন তদন্ত? মামলার গুরুত্ব বুঝে শুনানি হবে। এরপর সেক্রেটারি জেনারেল হাই কোর্টের রেজিস্ট্রারকে ফোন করে স্থগিতাদেশের কথা জানান। এছাড়া এদিন শিক্ষক বদলি মামলাতেও স্থগিতাদেশ জারি করল আদালত। সাতদিন পর ফের মামলার শুনানি।

Advertisement

[আরও পড়ুন: দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, জঙ্গল থেকে উদ্ধার দেহ, শরীরের ছ্যাঁকার দাগে বাড়ছে ধন্দ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ