সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুন্তল ঘোষের চিঠি মামলায় নিম্ন আদালতের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সিবিআইয়ের আবেদন খারিজ করে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ সাফ জানিয়ে দিল, কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার ও সিবিআইয়ের যুগ্ম কমিশনার একসঙ্গেই তদন্ত চালিয়ে যাবেন। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, এই মামলায় আইন অনুযায়ী সিবিআইয়ের কোনও কাজে বাধা দিচ্ছে না আদালত।
মঙ্গলবার এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানায়, নিম্ন আদালতের নির্দেশের উপর হস্তক্ষেপ করা হবে না। সিবিআইয়ের (CBI) আবেদন গ্রহণযোগ্য নয় বলে শীর্ষ আদালত মনে করছে। কী ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদন?
গত ৫ সেপ্টেম্বর সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা ও কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনারকে কুন্তল ঘোষের বিতর্কিত চিঠির তদন্ত করতে নির্দেশ দেয় আলিপুরের বিশেষ আদালত। তাতে আপত্তি জানিয়ে সিবিআইয়ের যুক্তি, হাই কোর্টের নির্দেশে ওই চিঠির তদন্ত চলছে। এনিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই তদন্তের রিপোর্ট কলকাতা হাই কোর্টে জমা দিয়েছে সিবিআই। কিন্তু আলিপুর আদালতের নতুন নির্দেশে ধন্দ তৈরি হয়েছে। এই অবস্থায় সিবিআই আলিপুর আদালতের নির্দেশ খারিজের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। কিন্তু তা খারিজ হয়ে গেল।
উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তারির পর তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)চিঠি লিখে জেলে অত্যাচারের কথা জানিয়েছিলেন। তাতে তিনি অভিযোগ জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য চাপ দিচ্ছে সিবিআই। তা নিয়ে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। এই ঘটনা নিয়েই বারবার জটিলতা তৈরি হচ্ছে। তবে এদিন শীর্ষ আদালতের নির্দেশে ধাক্কা খেল সিবিআই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.