Advertisement
Advertisement

Breaking News

করাচিতে নিখোঁজ দুই ভারতীয় মৌলবী, পাকিস্তানের কাছে তথ্য চাইল ভারত

টুইট করে জানালেন স্বয়ং কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷

Sushma asked pak officials to give information about missing Indian Clerics
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 17, 2017 5:42 am
  • Updated:March 17, 2017 6:57 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই নিখোঁজ ভারতীয় মৌলবীর বিষয়ে পাকিস্তানের কাছে তথ্য চাইল ভারত৷ শুক্রবারের টুইটার মারফত এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ একই সঙ্গে তিনি এও জানান, করাচি বিমানবন্দরে নামার পর থেকেই খোঁজ মিলছে না দিল্লির হজরত নিজামুদ্দিন দরগার প্রধান ইমাম সইদ আসিফ আলি নিজামি (৮০) এবং তাঁর ভাইপো নাজিম নিজামি (৬০)৷ বিষয়টি নিয়ে পাক কর্তাদের সঙ্গে কথাও হয়েছে তাঁর৷

[কী করে লড়তে হবে জঙ্গলে, ভিয়েতনামের সেনাকে শেখাচ্ছেন ভারতীয় জওয়ানরা]

জানা গিয়েছে, মার্চ মাসের ৮ তারিখ দাতা দরবার সুফি উপাসনাস্থলে চাদর চড়াতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেন দুই জন৷ তার আগে কিছুদিন তাঁরা করাচিতে এক আত্মীয়র বাড়িতে ছিলেন৷ মার্চ মাসের ১৪ তারিখ লাহোরের উপাসনাস্থলে চাদর চড়ান তাঁরা৷ পরদিন লাহোর বিমানবন্দরে পৌঁছন করাচি ফেরার জন্য৷ বিকেল সাড়ে চারটের ফ্লাইট ছিল৷ পরিবারের দাবি,  লাহোর বিমানবন্দরে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়৷ পরে সইদ আসিফ আলি নিজামিকে অনুমতি দেওয়া হয় ফ্লাইট ধরার জন্য৷ এদিন সুষমা জানান, করাচি বিমানবন্দরে পৌঁছেছেন তাঁরা৷ কিন্তু তারপর আর কোনও তথ্য মেলেনি৷

[দিল্লিতে ধোনিদের হোটেলে আগুন, পুড়ে ছাই ক্রিকেটারদের সরঞ্জাম]

প্রধান ইমামের পুত্র সাজিদ আলি নিজামি জানিয়েছেন, বিদেশ সচিব এস জয়শঙ্কর এবং অন্যান্য প্রশাসনিক কর্তারা তাঁকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন৷ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজও দুই ধর্মগুরুর বিষয়ে পাক প্রশাসনের কাছে তথ্য চেয়ে পাঠিয়েছেন৷

[এবার তাজমহল ওড়ানোর হুমকি দিল ইসলামিক জঙ্গি সংগঠন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ