Advertisement
Advertisement

রমজান মাসে বিনামূল্যে মসজিদগুলিকে চাল দেবে এই রাজ্য

খরচ হবে ১২ কোটি ৬০ লক্ষ টাকা।

Tamil Nadu Mosques To Get Free Rice During Ramzan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 25, 2017 3:39 pm
  • Updated:May 25, 2017 3:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই রমজান। আর সেজন্য প্রায় ৩০০০ মসজিদকে ৪৯০০ টন চাল দেওয়ার কথা ঘোষণা করল তামিলনাড়ু সরকার। যা ‘রোজা’ চলাকালীন খাবারের ব্যবস্থা করতে কাজে আসবে। তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার পক্ষ থেকেই এই উদ্যোগটি নেওয়া হয়েছিল। ই পালানিস্বামী সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে মসজিদে চাল প্রদানের কথা জানান হয়েছে।

[মাত্র ৬৮টি পোস্টেই নেটদুনিয়ায় ঝড় তুলেছেন এই নার্স]

নিয়মানুযায়ী, রমজানের সময় গোটা দিন উপোস থাকার পর বিকেলে রোজা ভাঙেন মুসলিমরা। আর তখন চাল দিয়ে একধরণের খাবার তৈরি করা হয়। সেজন্যই ‘আম্মা’ এই প্রকল্পটি চালু করেছিলেন। যেখানে মসজিদগুলিকে বিনা পয়সায় চাল দেওয়া হবে। জানা গিয়েছে, মসজিদগুলিকে বিনামূল্যে চাল দেওয়ার জন্য আধিকারিকদের নির্দেশও দিয়ে দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। পাশাপাশি জেলা শাসকদের সেদিকে নজর রাখতেও বলেছেন। সরকারের পক্ষ থেকে বিবৃতিতে আরও জানান হয়েছে, মুসলিমদের জন্য এই প্রকল্পে বিনামূল্যে চাল বরাদ্দ করতে মোট ১২ কোটি ৬০ লক্ষ টাকা খরচ হবে।

Advertisement

[হাসপাতালের বেডে বসে খাবার খাচ্ছেন ‘মৃত’ রোগী! হতবাক পরিজনরা]

বহুদিন ধরেই এই প্রকল্পটি চলছে দক্ষিণ ভারতের এই রাজ্যটিতে। শুধু দেশেই নয়, ২০১৫ সালে ‘আম্মা’র এই উদ্যোগের প্রশংসা করেছিল পাকিস্তানের একটি টিভি চ্যানেল ‘সামা’। রমজানের সময় মুসলিমদের জন্য ওই টিভি চ্যানেল এই উদ্যোগ চালু করার আবেদন জানিয়েছিল পাক সরকারের কাছে। এআইএডিএমকে-র মুখপত্রতে এমনটাই প্রকাশিত হয়েছিল।

Advertisement

[ফের ভারত-পাক ক্রিকেট সিরিজ! অনুমতি চেয়ে কেন্দ্রের দ্বারস্থ BCCI]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ