Advertisement
Advertisement

কালো টাকা উদ্ধারে দফায় দফায় আয়কর দফতরের হানা

মোদির সার্জিক্যাল স্ট্রাইকের পর আয়কর হানায় বিপর্যস্ত হাওয়ালা মাফিয়ারা...

Tax Raids In Delhi, Mumbai As Millions Deposit Banned
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 10, 2016 9:37 pm
  • Updated:November 10, 2016 9:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ায় চূড়ান্ত বেকায়দায় কালো টাকার মালিকরা৷ কর ফাঁকি দিয়ে লুকিয়ে রাখা কালো টাকা কীভাবে সাদা করা যাবে, ভেবে কূল পাচ্ছেন না অসাধু ব্যক্তিরা৷ গোদের উপর বিষফোঁড়া হয়ে দেখা দিল আয়কর দফতরের আচমকা হানা৷

বৃহস্পতিবার, দিল্লি, মুম্বই-সহ দেশের বড় বড় চারটি শহরে বিভিন্ন সংস্থার দফতর ও সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে হানা দেয় আয়কর দফতর৷ গয়নার দোকান, হাওয়ালা মাফিয়া- পুলিশের খাতায় যাদের বিরুদ্ধে অতীতে অভিযোগ ছিল, তাদের ঘাঁটিতে হানা দেন আয়কর দফতরের কর্তারা৷ জমি কেলেঙ্কারির অভিযোগ পেয়ে অভিযান চালানো হয় লুধিয়ানা ও চণ্ডীগড়েও৷ কারও কাছে হিসাব বহির্ভূত প্রচুর টাকা থাকলে কড়া পদক্ষেপের ইঙ্গিত সরকারি আধিকারিকদের৷

Advertisement

গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫০০ ও ১০০০ টাকার সমস্ত বাজারচলতি নোট বাতিল বলে ঘোষণা করেন৷ পুরনো নোট ব্যাঙ্কে নিয়ে গেলে প্রতিদিন ৪ হাজার টাকা করে নতুন নোট মিলবে৷ আড়াই লক্ষ টাকা পর্যন্ত কোনও আয়কর দিতে হবে না, কিন্তু তার চেয়ে বেশি টাকা ব্যাঙ্কে নিয়ে গেলে ব্যাঙ্ককর্মীদের প্রশ্নের মুখে পড়তে হতে পারে৷ ওই টাকা কোথা থেকে এল, তার উত্তর দিতে না পারলে জরিমানা-সহ অন্যান্য শাস্তিও মিলতে পারে৷ নয়া নিয়ম লাগু হতেই মাথায় হাত পড়েছে একাংশের অসাধু ব্যবসায়ীর৷ কোটি কোটি কালো টাকা এখন স্রেফ কাগজের টুকরো ছাড়া আর কিছুই নয়৷ আয়কর দফতরের কর্তাদের হাত থেকে বাঁচতে অনেকেই পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট পুড়িয়ে ফেলছেন৷ এদিনও দেশের বিভিন্ন প্রান্ত থেকে পোড়া নোটের বান্ডিল উদ্ধার হয়েছে৷ পুনেতে একটি পরিত্যক্ত প্লাস্টিকের ব্যাগ থেকে মিলেছে ৫২ হাজার টাকা, পুরোটাই ১০০০ টাকার নোটে৷ এক মহিলা সাফাইকর্মী ওই ব্যাগ কুড়িয়ে পেয়ে তাঁর সুপারভাইজারের কাছে নিয়ে গিয়ে জমা দেন৷ কে ওই কে ওই ব্যাগ ফেলে গিয়েছে, তদন্ত করে দেখছে পুলিশ৷ বস্তাভর্তি নোট ফেলে যাওয়ার খবর এসেছে মহারাষ্ট্র থেকেও৷

Advertisement

অন্যদিকে, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের বিরুদ্ধে আগামী ১৬ নভেম্বর অন্যান্য আলোচনা স্থগিত রেখে রাজ্যসভায় আলোচনা চেয়েছে তৃণমূল কংগ্রেস৷ দলের মুখ্য জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনকে উদ্ধৃত করে এ কথা জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ