Advertisement
Advertisement

Breaking News

দুই সন্তান নীতি

দুটির বেশি সন্তান হলে বাতিল হোক করছাড়, প্রস্তাব শিব সেনা সাংসদের

দীর্ঘদিন ধরেই কেন্দ্রের কাছে এই বিষয়ে প্রস্তাব দিচ্ছেন বেশ কয়েকজন সাংসদ।

incentives in jobs & education: Sena MP moves bill to promote 2-child policy
Published by: Soumya Mukherjee
  • Posted:February 14, 2020 4:23 pm
  • Updated:February 14, 2020 4:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুটির বেশি সন্তান জন্ম নিলেই বাবা-মাকে আর করছাড় দেওয়া হবে না। দেশজুড়ে এই নীতি প্রণয়নের জন্য সংসদে  প্রস্তাব রাখলেন শিবসেনার এক সাংসদ। উদ্ধব ঠাকরের দলের ওই রাজ্যসভা সাংসদের নাম অনিল দেশাই।

বেশ কিছুদিন ধরেই দেশে জন্ম নিয়ন্ত্রণ আইন চালুর পক্ষে সওয়াল করেছেন অনেক সাংসদ। বুধবার এই প্রসঙ্গে রাজ্যসভায় প্রাইভেট মেম্বার বিল(private member bill) আনেন শিব সেনা সাংসদ অনিল দেশাই। তাঁর যুক্তি ছিল, কারও যদি দুটির বেশি সন্তান হয়। তাহলে তাঁকে করছাড়ের সুবিধা দেওয়া উচিত নয়। দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য়ই করছাড়ের বিষয়ে এই সংশোধন আনতে হবে। না হলে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে দেশে জন বিস্ফোরণ ঘটবে। এর ফলে আর্থিক বৃদ্ধির হার যেমন হ্রাস পাবে তেমনি ভেঙে পড়বে দেশের সামাজিক স্থিতিশীলতার পরিবেশও।

Advertisement

[আরও পড়ুন: নির্ভয়া মামলা কাটছে আইনি জট, সুপ্রিম কোর্টে খারিজ বিনয় শর্মার আরজিও ]

 

Advertisement

অনিল দেশাই সংবিধান সংশোধন বিল, ২০২০ নামে ওই খসড়া প্রস্তাবে আর্টিকেল ৪৭-এ বলে নতুন একটি ধারা সংযুক্ত করার পরামর্শ দিয়েছেন। ওই ধারাতে উল্লেখ করা হয়েছে, ছোট পরিবার তৈরি করার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। যাঁরা এই নিয়ম মেনে চলবেন তাঁদের করছাড় দেওয়ার পাশাপাশি চাকরি ও শিক্ষাক্ষেত্রে বিশেষ সুযোগ দিতে হবে। আর যাঁরা দুটির বেশি সন্তানের জন্ম দেবে তাঁদের কাছ থেকে সমস্ত সরকারি সুবিধা তুলে নেওয়া হবে। মিলবে না করছাড়ের সুবিধাও। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্যই এই উদ্যোগ নিতে হবে সরকারকে। না হলে পরিস্থিতি খুবই ভয়ানক হয়ে উঠবে।

[আরও পড়ুন: প্রেমদিবসে সেজে উঠেছে শাহিনবাগ, মোদির সাক্ষাৎ চান বিক্ষোভকারী মহিলারা ]

জনসংখ্যা সমাধান ফাউন্ডেশন নামে দিল্লির একটি স্বেচ্ছাসেবী সংস্থা গত কয়েক বছর ধরে এই বিষয়ে গবেষণা করছে। তাদের দাবি, চিন যেভাবে এক সময় কঠোরভাবে এক সন্তান নীতি প্রয়োগ করেছিল। ভারতেও অনেকটা সেই ধাঁচে দুই সন্তান নীতি চালু করতে হবে। তবেই জন বিস্ফোরণ ঠেকানো সম্ভব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ