BREAKING NEWS

১৫ জ্যৈষ্ঠ  ১৪৩০  মঙ্গলবার ৩০ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

শিশুদের নগ্ন ছবি তোলার অভিযোগ, অস্বীকার সাংসদের

Published by: Sangbad Pratidin Digital |    Posted: May 18, 2016 4:01 pm|    Updated: May 18, 2016 6:12 pm

TDP MP Cries Conspiracy, Seeks Probe Into Kids' Nude Photos Charge

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশুদের নগ্ন ছবি তুলে তা প্রকাশ্যে আনার অভিযোগ উঠেছে তেলুগু দেশম পার্টির কাকিনাড়ার সাংসদ থোতা নরসিমহামের বিরুদ্ধে৷ এমন গুরুতর অভিযোগ অস্বীকার করেছেন তিনি৷ তিনি জানান, তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে৷ ঘটনার তদন্তে তিনি সবরকম সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন৷
কাকিনাড়ার আইনজীবী সুরাভারাপু ভেঙ্কট রবি জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের সহায়তায় নরসিমহামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন৷ তাঁর অভিযোগ, নিজের সন্তান-সহ বেশ কিছু শিশু ও কিশোরদের নগ্ন ছবি তুলেছেন নরসিমহাম৷ সেই ছবিগুলি প্রকাশও করেছেন তিনি৷ খবর ছড়িয়ে পড়তেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন সাংসদ৷ পুরো বিষয়টি ভিত্তিহীন বলে দাবি তাঁর৷ তিনি বলেন, “জিজ্ঞাসাবাদের জন্য আমি প্রস্তুত৷ আমার বিরুদ্ধে ওই আইনজীবী যে অভিযোগ এনেছেন তা একেবারেই মিথ্যে৷ পুলিশের সঙ্গে সবরকম সহযোগিতা করব৷ সত্যিটা সামনে আসা দরকার৷”
অন্ধ্রপ্রদেশের ডিজিপিকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছে কমিশন৷ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে৷ আগামী ১৬ জুন ঘটনার রিপোর্ট চেয়েছে কমিশন৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে