Advertisement
Advertisement
Mumbai

সমকামী সম্পর্ক শেষ করতে চেয়েছিল কিশোর, ঠান্ডা পানীয়ে বিষ মিশিয়ে ‘খুন’ করল ‘প্রেমিক’

ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Teenager wanted to end same-sex relationship, lover murdered him by mixing poison in cold drink in Mumbai
Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 6, 2025 3:32 pm
  • Updated:July 6, 2025 3:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমকামী সম্পর্ক ভেঙে যাওয়ায় কিশোর সঙ্গীকে খুন করলেন যুবক! ভয়াবহ ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। ১৬ বছরের ওই কিশোর সঙ্গীকে বিষ মেশানো ঠান্ডা পানীয় খাইয়ে খুন করার অভিযোগে ১৯ বছর বয়সি প্রেমিক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কীভাবে ওই কিশোরের মৃত্যু হয়েছে সে বিষয়ে জানতে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া নরম পানীয়ের বোচল , গ্লাস ফরেন্সিক পরীক্ষের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলেই মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে বলে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত ২৯ জুন রাতে হাঁটতে বেরনোর কথা বলে বাড়ি থেকে বের হন ১৬ বছরের ওই কিশোর। কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি সে। সারারাত ধরে ছেলেকে খুঁজলেও কোনও হদিশ পাননি তাঁরা। এরই মধ্যে পরেরদিন সকালে জানতে পারেন এক যুবকের বাড়িতে গিয়েছিল ছেলে। তড়িঘড়ি সেখানে পৌঁছলে দেখতে পান একটি খাটের মধ্যে শুয়ে রয়েছে ছেলে। পাশেই বসে রয়েছেন এক যুবক। একাধিক বার ডাকাডাকি করলেও ছেলে সাড়া না দেওয়ায় খবর দেওয়া হয় চিকিৎসককে। তিনি এসে পরীক্ষা নিরীক্ষা করে ১৬ বছরের ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার পর পুলিশে অভিযোগ দায়ের করেন মৃত কিশোরের বাবা। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করার পাশাপাশি ঘটনাস্থল থেকে ঠান্ডা পানীয়ের বোতল, গ্লাস উদ্ধার করা হয়। সেগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মৃত কিশোরের বাবার দাবি, চার মাস আগে ছেলেকে নিয়ে নাগপুরে গিয়েছিল অভিযুক্ত যুবক। সে সময় তাঁরা কিছুই জানতেন না। পরে ছেলেকে ফিরিয়ে আনা হয়। এরপরই ওই যুবকের সঙ্গে ছেলের মেলামেশা করতে মানা করেছিলেন তাঁরা। ছেলেও সেই কথা মেনে নিয়েছিল বলে দাবি। সেই ঘটনার প্রতিশোধ নিতেই ছেলেকে খুন করা হয়েছে বলে তাঁর দাবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement