Advertisement
Advertisement

Breaking News

হাফিজ

হাফিজের গ্রেপ্তারি নাটকের নবম অধ্যায়, পাকিস্তানকে তোপ ভারতের

সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ ভারত৷

Terrorist Hafiz Saeed's arrest is a drama again, says India
Published by: Monishankar Choudhury
  • Posted:July 19, 2019 12:10 pm
  • Updated:July 19, 2019 12:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ ভারত৷ হাফিজ সইদের ‘লোক দেখানো’ গ্রেপ্তারি নিয়ে এমনটাই বার্তা দিল নয়াদিল্লি৷ ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রীর গ্রেপ্তারিকে নাটক বলেই মন্তব্য করেছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রাবিশ কুমার৷

[আরও পড়ুন: ২৬/১১ জঙ্গি হামলার মাস্টার মাইন্ড হাফিজ সইদকে গ্রেপ্তার করল পাক পুলিশ]

Advertisement

বৃহস্পতিবার, সাংবাদিক সম্মেলনে পাকিস্তানকে কার্যত তুলোধোনা করেন রাবিশ কুমার৷ সন্ত্রাস নিয়ে পাকিস্তানের দ্বিচারিতা যে ভাল চোখে দেখছে না দিল্লি তা সাফ করে দেন তিনি৷ জামাত-উদ-দাওয়ার প্রতিষ্ঠাতা হাফিজ সইদের গ্রেপ্তারি নাটক বলেই মন্তব্য করেন রবিশ কুমার৷ তিনি বলেন, “২০০১ থেকেই এই গ্রেপ্তারির নাটক চলে আসছে৷ এপর্যন্ত প্রায় আটবার জঙ্গি হাফিজকে গ্রেপ্তার করেছে পাকিস্তান৷ ভারতে বড় কোনও নাশকতার ঘটনা ঘটলে তাকে আটক করে পাক প্রশাসন৷ তবে প্রতিবারই কোনও না কোনও অজুহাতে হাফিজকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে৷” এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র আরও জানান, রাষ্ট্রসংঘের তলিকাভুক্ত জঙ্গি হাফিজ সইদ৷ ফলে এবার বাধ্য হয়ে তাকে গ্রেপ্তার করেছে পাকিস্তান৷ যদিও এই পদক্ষেপ প্রহসন মাত্র৷ হাফিজের তত্বাবধানে সমানে হাজার হাজার জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তইবা৷ তারপর সেই জঙ্গিদের ভারতে অনুপ্রবেশ করতে মদত দিচ্ছে পাকিস্তান৷

Advertisement

বুধবার হাফিজ সইদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি জানিয়ে পাকিস্তানের উপর আরও চাপ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এই বিষয়ে প্রশ্ন করা হলে রাবিশ কুমার জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও আমেরিকা উভয়েই তৎপর৷ দু’দেশই জঙ্গিদমন নিয়ে যৌথভাবে কাজ করছে৷ উল্লেখ্য, গত বুধবার সকালে পাঞ্জাবের গুজরানওয়ালা থেকে লাহোর যাওয়ার পথে গ্রেপ্তার করা হয় আন্তর্জাতিক জঙ্গি হাফিজকে৷ আপাতত জেল হেফাজতেই পাঠানো হয়েছে তাকে৷ তবে প্রথম দিকে হাফিজ সইদের পাশে থাকার চেষ্টা করেছিল পাকিস্তান৷ আন্তর্জাতিক মহলের দাবি, গ্রেপ্তারির মাধ্যমে স্পষ্ট যে কূটনৈতিক চাপের কাছে মাথা নত করেছে ইমরান সরকার৷

 

         [আরও পড়ুন: মুখরক্ষায় জঙ্গি হাফিজের বিরুদ্ধে পদক্ষেপ কোণঠাসা পাকিস্তানের]                    

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ