Advertisement
Advertisement

Breaking News

Supreme Court

অনলাইন শুনানিতে নগ্ন শরীরেই হাজির আইনজীবী! চূড়ান্ত বিরক্ত সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি

'ক্ষমার অযোগ্য অপরাধ', মন্তব্য ক্ষুব্ধ বিচারপতি ইন্দু মালহোত্রার।

The lawyar appears naked before online hearing at Supreme court, Justice gets extremely disappointed| Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 27, 2020 6:05 pm
  • Updated:October 27, 2020 6:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা পরিস্থিতিতে অধিকাংশ কাজের জন্য ডিজিটাল মাধ্যমই ভরসা। এমনকী বিচারব্যবস্থাও অনেকাংশে অনলাইনে নির্ভরশীল। অনেক ক্ষেত্রে মামলার শুনানি চলছে অনলাইনে। দেশের শীর্ষ আদালতে (Supreme Court) এমনই এক শুনানি চলাকালীন ঘটল বিপত্তি। আইনজীবী নগ্ন শরীরেই হাজির হলেন শুনানিতে। যা দেখে চূড়ান্ত বিরক্ত হলেন বিচারপতি ইন্দু মালহোত্রা (Justice Indu Malhotra), বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তাঁদের মন্তব্য, আইনজীবীর এই কাণ্ড ‘ক্ষমার অযোগ্য অপরাধ।’ যথাযথ পোশাক ছাড়া অনলাইন শুনানিতে হাজির হয়ে ওই আইনজীবী আদালত অবমাননা করেছেন বলে ভর্ৎসনা করেন বিচারপতিরা।

মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি ইন্দু মালহোত্রার বেঞ্চে শুনানি চলছিল। মামলাটি ছিল ‘সুদর্শন টিভি’তে সম্প্রচারিত এক অনুষ্ঠানে ধর্মীয় বিদ্বেষের অভিযোগে দায়ের হওয়া। যদিও মাস দুই আগেই এই মামলা দিল্লি হাই কোর্টের বিচারাধীন ছিল এবং তাতে অনুষ্ঠান সম্প্রচারের উপর স্থগিতাদেশ জারি করা হয়। পরবর্তী সময়ে মামলাটি শীর্ষ আদালতে ওঠে। মঙ্গলবার তার অনলাইন শুনানিতে (Online hearing) ক্যামেরায় দেখা গেল, আইনজীবী নগ্ন শরীরেই হাজির হলেন। তা দেখে চূড়ান্ত বিরক্ত হলেন বিচারপতিরা। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (Justice DY Chandrachud) বারবার জানতে চান ওই আইনজীবীর নাম। কিন্তু তার আগেই অন্যায় করে ফেলেছেন, তা বুঝে শুনানি থেকে বেরিয়ে যান আইনজীবী। এরপর বিচারপতি চন্দ্রচূড় জানান যে এই অপরাধ আদালত অবমাননার শামিল। বিচারপতি ইন্দু মালহোত্রার মতে, উনি যা করেছেন, তা ক্ষমার অযোগ্য অপরাধ।

Advertisement

[আরও পড়ুন: ‘গো করোনা গো’ স্লোগান দিয়েও মিলল না রেহাই, এবার করোনায় আক্রান্ত রামদাস আতাওয়ালে]

যদিও আদালতে বিচারাধীন মামলার অনলাইন শুনানিতে এমন বিপত্তি এই প্রথমই নয়। এর আগেও রাজস্থানের এক আইনজীবীকে অনলাইন শুনানি চলাকালীন ধূমপান করতে দেখা যায়। এর জন্য তাঁকে ১০ হাজার টাকা জরিমানাও গুনতে হয়েছিল। আরেক আইনজীবী স্রেফ স্যান্ডো গায়েই শুনানিতে অবতীর্ণ হয়েছিলেন। আইনজীবীদের এসব বিবিধ কাণ্ডকারখানা দেখে শীর্ষ আদালতের বিচারপতিরা স্পষ্টই জানিয়েছেন, অনলাইনে শুনানি চলছে বলে ড্রেস কোড কেউ মানবেন না, তেমনটা হবে না। সকলকে যথাযথ পোশাক পরেই নিজেদের কাজ করতে হবে।

Advertisement

[আরও পড়ুন: মুম্বই ও দিল্লিতে হামলার হুমকি, পাকিস্তানের নম্বর থেকে ফোন NIA’র দপ্তরে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ