BREAKING NEWS

১৩ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ২৮ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

পাক হ্যাকারদের কবলে বিমানবন্দরের ওয়েবসাইট!

Published by: Sangbad Pratidin Digital |    Posted: December 28, 2016 10:37 am|    Updated: December 28, 2016 12:32 pm

Thiruvananthapuram airport’s website hacked

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হ্যাকারদের কবলে পড়েছিল তিরুঅনন্তপুরম বিমানবন্দরের ওয়েবসাইট৷ এতদিনে সামনে এল সেই তথ্য৷ ঘটনাটি ঘটেছিল গত বুধবার৷ বিমানবন্দরের অফিশিয়াল ওয়েবসাইট www.trivandrumairport.com –এ প্রবেশ করলেই দেখাচ্ছিল এই মেসেজটি৷

trivandrum-airport-759

প্রায় আধ ঘণ্টা ধরে এই মেসেজই দেখাচ্ছিল ওয়েবসাইটটিতে৷ যার উপরে কাশ্মীরি চিতা নামে এক সংস্থার কথা উল্লেখ করা হয়৷ আর নিচে ‘পাক সাইবার অ্যাটাকার্স’ নামে একটি দলের নাম দেওয়া ছিল৷ আধ ঘণ্টা পরেই অবশ্য হ্যাকার্সদের কবল থেকে ওয়েবসাইট উদ্ধার করতে সক্ষম হয় বিমানের সাইবার নিরাপত্তা  বাহিনী৷

উল্লেখ্য, চলতি বছরের প্রথমের দিকেই ছত্তিশগড়ের রায়পুরের অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের ওয়েবসাইটও হ্যাক করেছিল এই একই দল৷ বারবার এইভাবে সরকারি ওয়েবসাইট হ্যাকের ঘটনা মোটেও হালকা চালে নিচ্ছেন না সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা৷ পুরো ঘটনাটি খতিয়ে দেখছেন তাঁরা৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে