BREAKING NEWS

৮ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

মোটা বেতনের চাকরি, অবসরে বাইক চেপে হার ছিনতাই করেন বহুজাতিক সংস্থার ম্যানেজার!

Published by: Kishore Ghosh |    Posted: March 12, 2023 7:03 pm|    Updated: March 12, 2023 8:18 pm

This Gurugram MNC HR manager on work from home arrested for chain snatching in Agra | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবসরে কেউ সিনেমা দেখেন, কেউ বা বই পড়েন, তিনি মোটরবাইকে চেপে ছিনতাই করতে বের হতেন প্রতি সন্ধ্যায়। গুরগাঁওয়ের (Gurugram) এক বহুজাতিক সংস্থার ম্যানেজার ‘অবসর বিনোদন’ জেনে চমকে গেছে পুলিশও। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মোটা অঙ্কের বেতন পেলেও আগরা (Agra) শহরে একের পর এক ছিনতাই করেছেন তিনি। সম্প্রতি সোনার হার ছিনতাইয়ের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের দাবি, জেরায় অপরাধের কথা স্বীকার করেছেন গুরগাঁওয়ের বহুজাতিক সংস্থার মানবসম্পদ উন্নয়ন বিভাগের ওই ম্যানেজার অভিষেক ওঝা। যিনি রীতিমতো বিত্তশালী পরিবারের সদস্য। নিজেও বেতন পান মাসে ৪৫ হাজার টাকা। অভিযুক্তের বাবাও গুরগাঁওয়ের একটি বহুজাতিক সংস্থার কর্মী। সেই ব্যক্তিই সম্প্রতি একাধিক মহিলার গলার হার ছিনতাই করেছেন বলে অভিযোগ। প্রথমটায় যে ঘটনা তদন্তকারী আধিকারিকদেরও হজম হয়নি।

[আরও পড়ুন: ‘ভোটের আগে সহানুভূতি আদায়ের চেষ্টা’, স্বাতী মালিওয়ালের ‘হেনস্তা’ নিয়ে সরব কংগ্রেস- বিজেপি]

পুলিশের জানিয়েছে, বাড়ি থেকে সংস্থার জন্য কাজ করতেন অভিষেক। কাজের পরেই মোটরবাইক নিয়ে বেরিয়ে পড়তেন। এর পর আগ্নেয়াস্ত্র দেখিয়ে পথচারী মহিলাদের গলার হার ছিনতাই করতেন। তদন্ত সূত্রে জানা গিয়েছে, সেই সব হার সোনু বর্মা নামে এক গয়নার ব্যবসায়ীর কাছে বিক্রি করতেন। অভিযুক্তের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে মোটরবাইক, অগ্নেয়াস্ত্র এবং বেশ কিছু কার্তুজ। অভিযুক্তের থেকে একাধিক সোনার চেনও উদ্ধার করেছে নিউ আগরা থানার পুলিশ।

[আরও পড়ুন: রোহিতদের ম্যাচের আগেই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হামলার হুমকি খলিস্তান জঙ্গিগোষ্ঠীর! গ্রেপ্তার ২]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে