Advertisement
Advertisement

Breaking News

এই এটিএম থেকে মিলবে মাতৃদুগ্ধ

জিপমেরের এই হাসপাতালের ভিতরই তৈরি হয়েছে এমন এটিএম৷ যার পোশাকি নাম অমুধাম থাইপাল মাইয়াম৷ গত বুধবারই এটিএম-এর উদ্বোধন করা হয়েছে৷

This Pondicherry ATM Serves Breast Milk To Nourish And Save 'Preterm' Babies
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 19, 2016 6:04 pm
  • Updated:July 19, 2016 9:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এটিএম-এ ঢুকে দু-একটা বোতাম টিপলেই টাকা নয়, বেরিয়ে আসবে মাতৃদুগ্ধ৷ অপরিণত শিশুদের দুধ খাওয়ানোর জন্য এমনই অভিনব পদক্ষেপ নিল পুদুচেরির জিপমের-এর জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্টগ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ৷

জিপমের-এর এই হাসপাতালের ভিতরই তৈরি হয়েছে এমন এটিএম৷ যার পোশাকি নাম ‘অমুধাম থাইপাল মাইয়াম’৷ গত বুধবারই এটিএম-এর উদ্বোধন করা হয়েছে৷ হাসপাতালের ডিরেক্টর এস সি পারিজা জানান, “জিপমের-এ ১৫০০ সদ্যোজাতর মধ্যে ৩০ শতাংশরই স্বাভাবিকের চেয়ে কম ওজন বিশিষ্ট বা অপরিণত হয়৷ স্তনের দুধ তারা সরাসরি পান করতে পারে না৷ তাই তাদের সুস্থ করে তুলতে বিশেষ সাহায্য করবে এই এটিএম৷ এমন এটিএম এখানকার সব হাসপাতালেই থাকলে ভাল হয়৷”

Advertisement

এটিএম-এর ভিতর ঠান্ডায় ছোট ছোট বোতলের মধ্যে করে দুধ সংরক্ষিত থাকে৷ অপরিণত শিশুরা ছ’মাসের আগে সরাসরি বুক থেকে দুধ খেতে পারে না৷ তাই সদ্যোজাতর পরিবার প্রয়োজন মতো ‘অমুধাম থাইপাল মাইয়াম’ থেকে দুধ সংগ্রহ করতে পারবে৷ আবার অনেক সময় সন্তান জন্ম দেওয়ার পর মায়ের বুকের দুধের অভাব দেখা যায়৷ সেক্ষেত্রে এই এটিএম দারুণ কাজে দেবে মনে করেন ডিরেক্টর৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ