Advertisement
Advertisement

Breaking News

Tushar Mehta

সলিসিটর জেনারেলকে সরানোর দাবিতে এবার রাষ্ট্রপতির কাছে যাচ্ছে TMC

রাজ্যপালের বিরুদ্ধেও অভিযোগ জানানো হতে পারে।

TMC MPs may complain against solicitor general of India Tushar Mehta to President Ramnath Kovind | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:July 3, 2021 4:01 pm
  • Updated:July 3, 2021 4:18 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: সলিসিটর জেনারেল তুষার মেহতার (Solicitor General of India )আচরণে ক্ষুব্ধ রাজ্য সরকার। তিতিবিরক্ত রাজ্যপাল জগদীপ ধনকড়কে নিয়েও। এমন পরিস্থিতিতে সলিসিটর জেনারেলের অপসারণ এবং রাজ্যপালের বিরুদ্ধে নালিশ জানাতে এবার সরাসরি রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। আগামী সপ্তাহে তৃণমূলের (TMC) সংসদীয় দল রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে।  সোমবার দুপুরে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে যাবেন দুই সাংসদ।

সিবিআইয়ের (CBI) হাতে থাকা রাজ্য সরকারের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় কেন্দ্রের হয়ে বেশিরভাগ ক্ষেত্রে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তৃণমূলের অভিযোগ, তাঁর সওয়াল-জবাবে বেশ কয়েকটি জায়গা ত্রুটিপূর্ণ, কোথাও বিজেপি নেতাদের ভূমিকা এড়িয়ে যাওয়া হয়েছে। বিশেষত নারদ মামলার (Narada case) প্রতিটি শুনানিতে যেভাবে উহ্য থেকে যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম, তাতে ক্ষুব্ধ তৃণমূল। তারপরই সামনে আসে শুভেন্দু-মেহতা সাক্ষাতের জল্পনা।

Advertisement

[আরও পড়ুন: বিদ্যুৎ বিল বকেয়া সাড়ে ৮ লক্ষ টাকারও বেশি! বিতর্কের কেন্দ্রে নভজ্যোৎ সিং সিধু]

সবমিলিয়েই তাই তুষার মেহতাকে অপসারণের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেয় তৃণমূল। ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায়রা সেই চিঠিতে সই করেন। সেই চিঠিতেই সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তুষার মেহতার সাক্ষাৎ নিয়ে আপত্তি তোলা হয়েছে। তাঁদের অভিযোগ, বিষয়টি নিয়ে পক্ষপাতিত্ব করতেই তাঁদের এই সাক্ষাৎ। এবার এই ইস্যুতে সরাসরি রাষ্ট্রপতির দ্বারস্থ হবে রাজ্যের শাসকদল।

Advertisement

এদিকে একের পর এক ইস্যুতে নবান্ন-রাজভবন বিরোধিতা প্রকাশ্যে এসেছে। রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে কখনও দুর্নীতি মামলায় যুক্ত থাকা তো কখনও জাল টিকা কাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনেছেন রাজ্যের শাসকদলের নেতা-নেত্রীরা। এমনকনী, ভিন রাজ্যে জমি দুর্নীতিতে রাজ্যপাল যুক্ত আছেন বলেও অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরেই রাজ্যপালকে সরানোর দাবি জানাচ্ছে ঘাসফুল শিবির। এ নিয়ে প্রধানমন্ত্রীকে বার কয়েক চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি রাষ্ট্রপতির দরবার করতে চলেছে তৃণমূল সংসদীয় দল।

[আরও পড়ুন: দিনের পর দিন হেনস্তা, যোগীর কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন গ্যাংস্টার বিকাশ দুবের স্ত্রীর]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ