Advertisement
Advertisement

Breaking News

মোদির বাসভবনে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক তৃণমূল সাংসদরা

দিল্লি পুলিশের হাতে আটক তৃণমূল সাংসদরা৷

TMC Parliamentarians protesting outside PM Modi's residence detained
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 4, 2017 3:51 pm
  • Updated:January 4, 2017 3:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির বিরুদ্ধে রাজধানী দিল্লিতে বুধবার বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল৷ বিক্ষোভ দেখাতে গিয়ে আটক তৃণমূল সাংসদরা৷ কোনও মহিলা পুলিশ ছাড়াই পুলিশ তৃণমূলের মহিলা সাংসদের গায়ে হাত তুলেছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতা সৌগত রায়৷ তিনি বলেন, “বাবুল সুপ্রিয়কে গ্রেফতার করতে হবে৷ পুলিশ দিয়ে আমাদের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না৷”

sangbad-pratidin-delhi

Advertisement

এদিন দলের সংসদীয় বৈঠকে পরিকল্পনা হয়, প্রধানমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হবে৷ নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভের পরিকল্পনা করেন তৃণমূল সাংসদরা৷ সেইমতো পোস্টার, ব্যানার-সহ ৭ রেসকোর্স রোডের দিকে এগোতে থাকেন তৃণমূল সাংসদরা৷

delhi-2

বিক্ষোভের আগাম খবর পেয়ে ঘটনাস্থলে মোতায়েন ছিল প্রচুর পুলিশবাহিনী৷ রেসকোর্সের কাছে আটকানো হয় তৃণমূল সাংসদদের৷ তাঁদের আটক করে দিল্লি পুলিশ৷ একটি বাসে করে সাংসদদের স্থানীয় তুঘলক থানায় নিয়ে যাওয়া হয়৷ পুলিশ তৃণমূল সাংসদদের হেনস্তা করেছেন বলেও অভিযোগ তৃণমূল নেতাদের৷

delhi-3

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement