সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পড়াশোনা করার জন্যই হোক কিংবা চাকরির সুবাদে, দক্ষিণ ভারত থেকে প্রতিবছরই আমেরিকায় পাড়ি জমান বহু মানুষ। আর ভিসা পাওয়ার জন্য মার্কিন প্রশাসন নয়, ভগবানকেই বেশি ভরসা করেন তাঁরা। ভক্তদের বিশ্বাস, হায়দরাবাদের চিলকুর বালাজি মন্দিরে পুজো দিলে নাকি সহজেই মার্কিন মুলুকে যাওয়ার ভিসা পাওয়া যায়। বিশ্বাসের জোর এতটাই যে, নিজামের শহরের প্রাচীন এই মন্দিরের অধিষ্ঠিত দেবতা বালাজির নামই হয়ে গিয়েছে ‘ভিসা গড’। ট্রাম্প জমানায় মার্কিন মুলুকে এখন ভিসা দেওয়ার নিয়ম আরও কড়া হয়ে গিয়েছে। কিন্তু, তাতেও ভক্তদের বিশ্বাস এতটুকু টাল খায়নি। বরং তাঁরা মনে করেন, ভগবান বালাজি পারবেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া অভিবাসন নীতি বদলে দিতে।
[ভিলেন ট্রাম্পের তুঘলকি নীতি, মার্কিন মুলুকে পড়তে যেতে ভয় ভারতীয়দের]
সস্তায় দক্ষ কর্মীদের বিপুল চাহিদা মার্কিন মুলুকে। আর সেক্ষেত্রে এগিয়ে ভারতীয়রাই। বিভিন্ন মার্কিন কোম্পানির চাকুরেদের সিংহভাগই এদেশের নাগরিক। কিন্তু, মার্কিন কোম্পানিগুলির এই আউটসোর্সিং করার প্রবণতা একেবারেই নাপসন্দ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হোয়াউট হাউসে প্রবেশ করার পর অভিবাসন নিয়ে কড়া অবস্থান নিয়েছেন তিনি। সাতটি মুসলিম দেশের নাগরিকদের মার্কিন মুলুকে প্রবেশে জারি হয়েছে নিষেধাজ্ঞা। পাশাপাশি, আউটসোর্সিং রুথতে H1B ভিসা দেওয়ার নিয়মও আরও কঠোর করেছে ট্রাম্প প্রশাসন। তাই দক্ষিণ ভারত থেকে যাঁরা মার্কিন মুলুকে পড়াশোনা করতে যেতে চান, তাঁরা বিপাকে পড়েছে। সমস্যায় চাকরিপ্রার্থীরাও। আর এই বিপদ থেকে উদ্ধার পেতে ভগবানের শরণ নিয়েছেন তাঁরা। মার্কিন ভিসা পাওয়ায় আশায় হায়দরাবাদের চিলকুল বালাজি মন্দিরে ভিড় বাড়ছে ভক্তদের। গোবিন্দের নাম জপ করতে করতে এগারো বার মন্দির প্রদক্ষিণ করছেন তাঁরা। মার্কিন ভিসা পাওয়ার পরও ভগবান বালাজিকে ধন্যবাদ জানাতে মন্দিরে আসেন অনেকেই। তাঁরা আবার ১০৮ বার মন্দির প্রদক্ষিণ করেন।
[মন্ত্রী হওয়ার বাসনায় ৫০ লক্ষ টাকার পুজো বিধায়কের, তারপর…]
হায়দরাবাদের চিলকুর বালাজি মন্দিরের প্রধান পুরোহিত সি এস গোপালকৃষ্ণ জানিয়েছেন, প্রতিদিন মন্দিরে প্রায় ২ হাজার ভক্তের সমাগম হয়। সপ্তাহান্তের দিনগুলিতে মন্দিরে ভিড় করেন প্রায় পাঁচ থেকে আট হাজার ভক্ত। বেশিরভাগই মার্কিন ভিসা পাওয়ার জন্য ভগবান বালাজির আর্শীবাদ নিতে আসেন। ভগবানে কৃপায় অনেকেরই মনের ইচ্ছা পূরণ হয়। ভক্তের ভিড় সামলাতে ইতিমধ্যেই চিলকুর বালাজি মন্দিরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে মন্দির কর্তৃপক্ষ। ভক্তদের জন্য অন্যান্য কিছু সুযোগ-সুবিধারও ব্যবস্থা করা হয়েছে।
[রাইসিনার দৌড়ে কোবিন্দ-মীরা, শুরু রাষ্ট্রপতি নির্বাচন]