Advertisement
Advertisement

সাত মাওবাদী নেতার আত্মসমর্পণ

ফুটবল ম্যাচের আয়োজন করে আত্মসমর্পণ।

top naxal commender Kanuram Munda surrenders before Jharkhand Police
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 15, 2017 2:24 pm
  • Updated:February 15, 2017 2:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রামের মাঠে ফুটবল ম্যাচের আয়োজন করে আত্মসমর্পণ করল সিপিআই (মাওবাদী) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য-সহ ছয় সঙ্গী। বুধবার ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার গুড়াবান্ধা থানা এলাকার ঘটনা। এদিন ফুটবল ম্যাচ শেষে ছয় সঙ্গী নিয়ে ঝাড়খণ্ড পুলিশের কাছে আত্মসমর্পণ করে তারা। আত্মসমর্পণকারী মাওনেতা কানুরাম মুণ্ডার মাথার দাম ছিল ২৫ লাখ টাকা। পুলিশ জানিয়েছে, অর্জুন ওরফে মঙ্গল নামে সে মাওবাদী কার্যকলাপ চালাত। ঝাড়খণ্ড পুলিশের ডিজি ডি কে পাণ্ডে বলেন, “ঝাড়খণ্ডে নকশাল কার্যকলাপ ক্রমেই শেষ হয়ে আসছে। গ্রামের মানুষ উন্নয়ন চাইছেন। নানা সুযোগ সুবিধা চাইছেন। সরকার তা দিচ্ছেও। তাই সাধারণ মানুষ আর মাওবাদে ভরসা রাখছে না।”

বিমানে সেবিকার সামনে পর্ন দেখে জেলে ঢুকল ব্যবসায়ী

Advertisement

গত ৩রা জানুয়ারি জাগুয়ার বাহিনীর অপারেশনে খতম হয় সিপাই টুডু। কিষাণজির দেহরক্ষী হিসাবে তার নাম সকলেই জানত। সিপাইকে নিকেশ করার পরই ঝাড়খণ্ড পুলিশ জানিয়ে দেয়, কানুরাম আত্মসমর্পণ না করলে তার পরিনতিও সিপাইয়ের মতোই হবে। এরপরই আত্মসমর্পণ করতে চেয়ে পূর্ব সিংভূম জেলা পুলিশকে বার্তা পাঠায় কানু। সেখানেই জানিয়েছিল, ফুটবল ম্যাচ শেষে ছয় সঙ্গীকে নিয়ে গ্রামবাসীর কাছে আত্মসমর্পণ করবে সে। এদিন কানুরামের সঙ্গে আত্মসমর্পণ করে শঙ্কর মুণ্ডা, ভগলু মুণ্ডা, জিতেন মুণ্ডা, চুন্নু মুণ্ডা, জিতু মুণ্ডা ও কাজল মুণ্ডা। বাংলা-ঝাড়খণ্ড ও ওড়িশা মিলিয়ে কানুরামের বিরুদ্ধে ৫০টির বেশি মামলা রয়েছে। তার মধ্যে খুন, অপহরণ, নাশকতা-সহ বিভিন্ন বিষয়ে ৪৭টি মামলা রয়েছে পূর্ব সিংভূমেই।

Advertisement

শিলিগুড়িতে লাজংয়ের কাছেও আটকে গেল ইস্টবেঙ্গল

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ