Advertisement
Advertisement
NCERT

‘রাজনৈতিক উদ্দেশ্যে নয়’, সিলেবাস থেকে মুঘল ইতিহাস মোছা নিয়ে সাফাই NCERT-র

উত্তরপ্রদেশ বোর্ড ও সিবিএসই সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে মুঘল ইতিহাস।

Top NCERT Official On why Mughals Being Dropped | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:April 4, 2023 7:39 pm
  • Updated:April 4, 2023 7:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) দ্বাদশ শ্রেণির ইতিহাসের পাঠ্যবই থেকে মোগল সাম্রাজ্যের অধ্যায় বাদ দিয়েছে যোগী আদিত্যনাথ সরকার। ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং(NCERT)-এর পরামর্শ মেনে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে প্রশাসন। এর পরই শিক্ষার গেরুয়াকরণের অভিযোগে বিতর্ক শুরু হয়েছে দেশজুড়ে। যদিও এদিন এনসিইআরটি-র তরফে সাফাই, সিলেবাস বদল রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং মহামারীর কারণে অতিরিক্ত চাপে পড়া শিক্ষার্থীদের সাহায্য করা হয়েছে। তাঁদের উপর থেকে সিলেবাসের অতিরিক্ত বোঝা লাঘব করা হয়েছে।

উত্তরপ্রদেশ বোর্ড ও সিবিএসই (CBSE) দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা আর মুঘল ইতিহাস পড়বেন না। ইতিহাস বই থেকে Kings and Chronicles: The Mughal courts (16th and 17th centuries) বাদ দিয়েছে। ইতিহাস বই Themes of Indian History Part II থেকেও বাদ পড়ছে মুঘল শাসন সম্পর্কিত অংশটি। একাদশ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হচ্ছে ‘সেন্ট্রাল ইসলামিক ল্যান্ডস’, ‘কনফ্রন্টেশন অফ কালচারস’, ‘ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন’ অধ্যায়গুলি। পাঠ্য বইয়ের এই অংশেই মুঘল সম্রাট এবং তাঁদের শাসনকালের সম্পর্কিত যাবতীয় ঐতিহাসিক তথ্য লিপিবদ্ধ ছিল। জানা গিয়েছে, এছাড়াও দ্বাদশ শ্রেণির ইতিহাস বই থেকে বাদ গিয়েছে US Hegemony in world politics, The cold War Era অধ্যয়গুলিও।

Advertisement

[আরও পড়ুন: পরকীয়া সম্পর্কে জড়িয়েছে ভাই, দাদাকে জীবন্ত পুড়িয়ে মেরে ‘শাস্তি’ মহিলার পরিবারের]

চলতি শিক্ষাবর্ষ থেকেই নতুন সিলেবাসে পড়াশোনা করবে পড়ুয়ারা। এনসিইআরটি-র সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসার পরে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। শিক্ষায় গেরুয়াকরণের যেমন তুলেছে বিরোধী দলগুলি। তেমনই বেশকিছু শিক্ষাবিদের প্রশ্ন, মুঘল যুগ বাদ দিয়ে ভারতের ইতিহাস কি পুরোটা জানা সম্ভব? দেশজুড়ে চর্চার মধ্যে এনসিইআরটি-র সাফাই, সিলেবাস বদল রাজনৈতিক উদ্দেশ্যে নয়। মঙ্গলবার এনসিইআরটি-র ডিরেক্টর প্রসাদ সাকলানি বলেন, “গত বছরও এই বিষয়ে ব্যাখ্যা করা হয়েছিল। কোভিড মহামারীতে মানসিক বিপর্যয়ের মধ্যে ছিল পড়ুয়ারা। সমাজ এবং দেশের প্রতি দায়বদ্ধতার কারণেই পড়ুয়াদের উপর থেকে সিলেবাসের বোঝা কমানো হয়েছে।” এনসিইআরটি-র ব্যাখ্যা, বেশ কিছু বদলের সিদ্ধান্ত আগেই হয়েছিল। এবার তা লাগু করা হয়েছে মাত্র। “স্বাভাবিক প্রক্রিয়াতেই সিলবাসে বদল এসেছে।”

Advertisement

[আরও পড়ুন: গালওয়ানের পর চিনকে ক্লিনচিট দেওয়ার ফল ভুগছে দেশ! অরুণাচল নিয়ে মোদিকে তোপ কংগ্রেসের]

এদিকে এনসিইআরটি-র সিদ্ধান্তের বিরোধিতা করে বাম নেতা সিতারাম ইয়েচুরি টুইট করেছেন, “ইতিহাসের সাম্প্রদায়িক পুনর্লিখন। NCERT দ্বাদশ শ্রেণির ইতিহাস বই থেকে মুঘল সাম্রাজ্যের অধ্যায়গুলি মুছে দেওয়া হল। ভারত সর্বদাই ছিল সাংস্কৃতিক সঙ্গম এবং সভ্যতার অগ্রগতির মাটি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ