Advertisement
Advertisement

Breaking News

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীকে ফোন ট্রাম্পের, কী বললেন?

টুইট করে সেকথা জানিয়েছেন মোদি স্বয়ং।

Trump calls up Modi, greets him on I-Day
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 15, 2017 6:47 am
  • Updated:August 15, 2017 6:47 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ৭১ তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম। টুইটারে এ খবর জানিয়েছেন প্রধানমন্ত্রী স্বয়ং। বস্তুত, এর আগেও প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ফোনে কথা হয়েছে। কিন্তু, ডোকলাম ইস্যুতে ভারত-চিন সংঘাতের আবহে ট্রাম্প যে ফোন করে মোদিকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন, তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মত কূটনৈতিক মহলের।

[স্বাধীনতার উৎসবে নিখাদ ভারতীয় সাজে ভারতে মার্কিন রাষ্ট্রদূত]

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর, ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে মোদিকে পালটা ফোন করে সৌজন্য দেখিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্টও। এমনকী উত্তরপ্রদেশে বিজেপির বিপুল জয়ের পরও প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন তিনি। এরপর জুন মাসে ট্রাম্পের আমন্ত্রণে মার্কিন সফরে যান প্রধানমন্ত্রী। বিভিন্ন বিষয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। যৌথ বিবৃতিতে সন্ত্রাসবাদী ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা দেয় ভারত ও আমেরিকা। বস্তুত নয়াদিল্লির দাবি মেনে হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিনকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে ওয়াশিংটন। এই প্রেক্ষাপটেই এবার সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সৌজন্যের প্রশংসা করেছেন মোদি। টুইটারে তিনি লিখেছেন, ‘ মার্কিন প্রেসিডেন্টের শুভেচ্ছা পেয়ে ভাল লাগল। ফোন করে স্বাধীনতা শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ধন্যবাদ।’

Advertisement

 

[স্বাধীনতা দিবসের উপহার, ভারতের তেরঙ্গায় রঙিন গুগল ডুডল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ