Advertisement
Advertisement

Breaking News

Jammu and Kashmir

বছরের শুরুতেই জোড়া জঙ্গি হামলায় রক্তাক্ত কাশ্মীর, প্রাণ হারালেন ৪ হিন্দু নাগরিক

রাজৌরিতে সোমবার সকালেও আইইডি বিস্ফোরণে ৪ বছরের শিশুর মৃত্যু হয়েছে।

Twin terror attack in Jammu and Kashmir: four villagers died in Rajouri, many injured | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:January 2, 2023 9:00 am
  • Updated:January 2, 2023 3:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই জঙ্গি হামলায় রক্তাক্ত হয়ে উঠল ভূস্বর্গ। কাশ্মীরের (Jammu and Kashmir) শ্রীনগর ও রাজৌরিতে রবিবার জোড়া হামলা চালাল জঙ্গিবাহিনী। তাতে এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর মিলেছে। এঁরা সকলেই নিরীহ গ্রামবাসী বলে জানিয়েছে পুলিশ। এছাড়া গুরুতর জখম হয়ে ৯ জন ভরতি হাসপাতালে। তাঁদের মধ্যে কয়েকজনকে জম্মুর হাসপাতালে স্থানান্তরিত করতে হয়েছে। গোটা এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আরও আঁটসাঁট করা হয়েছে উপত্যকা নিরাপত্তা।

রবিবার প্রথম হামলাটি হয় শ্রীনগরে (Srinagar)। সেখানে গ্রেনেড হামলা চালায় জঙ্গিবাহিনী। তাতে ৬ জনের জখম হওয়ার খবর মেলে। এর পরপরই রাজৌরির (Rajouri) ডাংরি গ্রামে ভয়াবহ হামলা চলে। জানা গিয়েছে, ভর সন্ধেবেলা সেখানে হানা দেয় ২ বন্দুকবাজ। গ্রামের তিনটি বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি চালাতে থাকে। প্রথমে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরে রাজৌরির মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাণ হারান আরও ২ গ্রামবাসী। এখনও ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের জম্মুতে নিয়ে যাওয়া হয়েছে। মেডিক্যাল কলেজের সুপার এই খবর নিশ্চিত করেছেন।

Advertisement

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মৃতরা সকলেই হিন্দু। তাঁদের নাম দীপক কুমার, সতীশ কুমার, প্রীতম লাল ও শিব পাল। জানা গিয়েছে, জঙ্গিরা ডাংরি গ্রামের ঢুকে গ্রামবাসীদের আধার কার্ড দেখতে  চায়। তাতে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়ার পরই গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয়। গত দু’সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার জঙ্গি হামলা ঘটল রাজৌরিতে। এর আগে ১৬ ডিসেম্বর সেনা ক্যাম্পের বাইরেই জঙ্গি হামলায় ২ জনের মৃত্যু হয়েছিল। নববর্ষের প্রথম দিন এমন ঘটনায় ডাংরি গ্রামের প্রধান প্রশাসনের উপর বেজায় ক্ষুব্ধ। তাঁর অভিযোগ, নিরাপত্তার যথেষ্ট গাফিলতি রয়েছে। নিরীহ গ্রামবাসীদের সুরক্ষা নিয়ে প্রশাসনের কোনও মাথাব্যথা নেই বলে অভিযোগ।

[আরও পড়ুন: ২০২৩ বার নদীতে ডুব! অভিনব উপায়ে ইংরাজি নববর্ষকে স্বাগত জানালেন বিষ্ণুপুরের সদানন্দ]

এদিকে, সকাল থেকে রাজৌরি মেডিক্যাল কলেজের সামনে গ্রামবাসীরা জমায়েত করে বিক্ষোভ দেখাচ্ছেন। জঙ্গিবিরোধী স্লোগান তুলছেন তাঁরা। সেখান থেকে পাকিস্তানের বিরুদ্ধেও তীব্র ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। তবে জোড়া হামলার পর দুই এলাকাতেই নিরাপত্তাবলয় আরও আঁটসাঁট করা হয়েছে। কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি। সোমবার সকালেই ফের রাজৌরিতে আইইডি হামলা চলে। তাতে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

[আরও পড়ুন: নতুন বছরেও অটুট ভারতের সম্প্রীতি, হিন্দু শিশুকে রক্ত দিয়ে বাঁচালেন মুসলিম যুবক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ