Advertisement
Advertisement
Chhattisgarh

মাথার দাম ১৬ লাখ! সুকমায় আত্মসমর্পণ ২ মাওবাদীর, নিকেশ আরও এক

লোকসভা নির্বাচনের আগে ছত্তিশগড়কে মাওবাদী মুক্ত করতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন।

Two Naxals surrendered at Sukma, one encounter at Dantewada

প্রতীকী ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:April 5, 2024 6:14 pm
  • Updated:April 5, 2024 6:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের ভোটপর্ব শুরুর আগে ছত্তিশগড়কে (Chhattisgarh) মাওবাদী মুক্ত করতে কোমর বেঁধে নেমে পড়েছে প্রশাসন। সম্প্রতি বিজাপুরে ১৩ মাওবাদীকে খতম করার পর শুক্রবার যৌথবাহিনীর গুলিতে মৃত্যু হল আরও একজনের। পাশাপাশি পুলিশের (Police) কাছে আত্মসমর্পণ করেছে ২ মাওবাদী। যৌথভাবে যাদের মাথার দাম ছিল ১৬ লক্ষ টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দান্তেওয়াড়া ও বিজাপুর জেলার সীমান্তবর্তী জঙ্গলে মাওবাদীদের আস্তানার খবর পেয়ে অভিযানে নামে যৌথবাহিনী। বিপদ বুঝে এবং পিছু হঠবার জায়গা না পেয়ে নিরাপত্তাবাহিনীকে (Security Forces) লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় মাওবাদীরা। পুলিশের পালটা গুলিতে মৃত্যু হয় ১ মাওবাদীর। ঘটনাস্থল থেকে অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। পাশাপাশি ওই এলাকায় আরও মাওবাদী লুকিয়ে থাকতে পারে সন্দেহে গোটা এলাকা ঘিরে ফেলে চলছে তল্লাশি।

Advertisement

[আরও পড়ুন: মোটা বেতনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদে কর্মী নিয়োগ, কারা আবেদনের যোগ্য?]

পাশাপাশি মাও-বিরোধী অভিযানে নেমে ছত্তিশগড়ের সুকমায় ফের সাফল্য। শুক্রবার শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে আত্মসমর্পণ করে ২ মাওবাদী। এরা হল কামলু প্রকাশ এবং মহিলা সদস্যা মারকম রীতা। যৌথভাবে পুলিশের তরফে এদের মাথার দাম ঘোষণা করা হয়েছিল ১৬ লক্ষ টাকা। এদের মধ্যে কামলু প্রকাশ আত্মসমর্পণের সময় তার ব্যবহৃত একটি AK-47 পুলিশের হাতে তুলে দেয়। মারকম রীতার স্বামীও কিছুদিন আগেই আত্মসমর্পণ করে পুলিশের কাছে।

Advertisement

[আরও পড়ুন: দুর্বৃত্তকে নিরাপত্তা কেন? হাসপাতাল থেকে বেরতেই শাহজাহানকে ‘চোর’ স্লোগান উত্তেজিত জনতার]

দেশের একাধিক জায়গার পাশাপাশি আগামী ১৯ এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচন রয়েছে বিজাপুর জেলা বস্তার লোকসভা কেন্দ্রে। ভোটগ্রহণের সময়ে যাতে কোনও সন্ত্রাসের পরিবেশ তৈরি না হয় তার জন্য লাগাতার মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। গত মঙ্গলবার ছত্তিশগড়ের বিজাপুরের লেন্ড্রা গ্রামে মাওবাদীদের খোঁজে তল্লাশিতে নামে যৌথবাহিনী। ডিসট্রিক্ট রিজার্ভ গার্ড, স্পেশাল টাস্ক ফোর্স, সিআরপিএফ এবং কোবরা ব্যাটেলিয়নের যৌথ অভিযানে মৃত্যু হয় ১৩ মাওবাদীর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ