Advertisement
Advertisement

Breaking News

অত্যাচার সহ্য নয়, স্বামীকে ‘তালাক’ দিয়ে নজির দুই মহিলার

এক আদালতে ঘটল দুই নজিরবীহিন ঘটনা৷

Two UP women divorce husbands via Talaq-e-tafweez in Uttar Pradesh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 25, 2018 5:37 pm
  • Updated:June 25, 2018 5:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন তালাককে বাতিল করে মুসলিম মহিলাদের স্বাধীনতার ক্ষেত্রে যুগান্তকারী রায় দিয়েছিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট৷ তিন তালাক বন্ধের আবহে মুসলিম মহিলারা যে স্বাধীনতার জন্য  মুখ খুলতে আর ভয় পাচ্ছেন না,  এবার আরও স্পষ্ট হল সেই চিত্রটা৷ মুসলিম আইন মেনে যখন স্বামীদের সঙ্গে বিবাহের সম্পর্ক ছিন্ন করলেন উত্তরপ্রদেশের দুই মহিলা৷ জানা গিয়েছে, আইনের তালাক-ই-তাফিজকে ব্যবহার করে বিবাদ বিচ্ছেদ করেছেন তাঁরা৷ বেছে নিয়েছেন বদ্ধ ও অত্যাচারে জর্জরিত জীবন থেকে মুক্তির পথ৷ আর এই দুই ঘটনারই সাক্ষী থাকল বরেলির একটি আদালত৷

[চেচেন মডেলে আস্থা সেনার, নিহত জঙ্গির দেহ পাবে না পরিবার]

Advertisement

প্রথম মহিলার নাম, নিশা হামিদ৷ তাঁর স্বামী জাভেদ আনসারির সঙ্গে দীর্ঘ ১৩ বছরের সম্পর্কের বিচ্ছেদ ঘটালেন তিনি৷ তাঁর আইনজীবী কাজি জুবের আহমেদ জানান, শ্বশুরবাড়িতে দিনের পর দিন প্রবল অত্যাচার চালানো হত নিশার উপরে৷ স্বামী, জাভেদ আনসারিকে জানানো হলেও কোনও সুরাহা করতে পারেনি সে৷ ফলে দীর্ঘ ১৩ বছর মুখ বন্ধ করে সহ্য করার পর, বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁর মক্কেল৷ কেবল নিশাই নয়, একই ধরনের আরও একটি ঘটনা, একই দিনে ঘটেছে ওই আদালতে৷ ২০১৪-তে বাড়ির অমতে পালিয়ে বিয়ে গিয়ে আরবাজকে বিয়ে করেছিল ইয়াসমিন৷ বরেলির একই গ্রামের থাকত তারা, সেখান থেকেই ভালোবাসা শুরু তাঁদের হয়েছিল৷ পরে পঞ্চায়েতের নিময় মেনে বিয়ে হয় তাদের৷ অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর উপর অত্যাচার শুরু করেছিল আরবাজ৷ চাপ দেওয়া হত, বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য৷ ফলে কোনও উপায় না পেয়ে বিচ্ছেদ পথ বেছে নেয় ইয়াসমিন৷

Advertisement

[আইটেম ডান্সার স্বপ্না চৌধুরিকে ‘অশ্লীল’ ইঙ্গিত করলেন বিজেপির বিধায়ক]

উভয় ক্ষেত্রেই দুই মহিলা মুলসিম আইনের তালাক-ই-তাফিজকেই বিচ্ছেদ হাতিয়ার করেছে৷ যাকে স্বাগত জানিয়েছেন অল মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য খলিদ রশিদ মাহালি৷ তিনি জানান, কেবল পুরুষরাই মহিলাদের বিচ্ছেদ করতে পারবে এমনটা নয়৷ তালাক-ই-তাফিজ এমন একটি পদ্ধতি যা মুসলিম আইনে মহিলাদের বিবাহ বিচ্ছেদের স্বাধীনতা দিয়েছে৷ তবে এক্ষেত্রে উভয়পক্ষের মত নিয়েই বিচ্ছেদ কাজটা করতে হয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ