Advertisement
Advertisement

Breaking News

আজ ব্যাঙ্ক ধর্মঘট, বন্ধ থাকবে অধিকাংশ এটিএম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর থেকে ব্যাঙ্ক কর্মীদের বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করতে হয়েছে৷ কিন্তু তার বিনিময়ে কোনও সুফল পাননি কর্মীরা৷ তাঁদের বেশ কিছু দাবি-দাওয়া মেটেনি বলেই অভিযোগ৷ তার জেরেই মঙ্গলবার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন৷ Advertisement জানেন, যৌবনে কেমন দেখতে ছিলেন এই তাবড় রাজনীতিবিদরা? কিছুদিন আগেই এই ধর্মঘটের কথা […]

UFBU Calls Bank Strike today
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 28, 2017 3:27 am
  • Updated:February 28, 2017 3:27 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর থেকে ব্যাঙ্ক কর্মীদের বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করতে হয়েছে৷ কিন্তু তার বিনিময়ে কোনও সুফল পাননি কর্মীরা৷ তাঁদের বেশ কিছু দাবি-দাওয়া মেটেনি বলেই অভিযোগ৷ তার জেরেই মঙ্গলবার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন৷

জানেন, যৌবনে কেমন দেখতে ছিলেন এই তাবড় রাজনীতিবিদরা?

কিছুদিন আগেই এই ধর্মঘটের কথা বলেছিল সংগঠনটি৷ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদার মতো পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলি আগেভাগেই গ্রাহকদের এ ব্যাপারে জানিয়ে রেখেছিল৷ ফলত এই ব্যাঙ্কগুলির কাজ আজ বন্ধ থাকছে৷ অন্যদিকে এইচডিএফসি, অ্যাক্সিস, আইসিআইসিআই-এর মতো বেসরকারি ব্যাঙ্কগুলির কাজ স্বাভাবিক থাকবে৷ যদিও চেক ক্লিয়ারেন্সের ক্ষেত্রে খানিকটা সমস্যা হবে বলেই মনে করা হচ্ছে৷ ধর্মঘটের জেরে অধিকাংশ এটিএমও আজ বন্ধ থাকবে৷

Advertisement

এনার নেতৃত্বেই ভারত পেয়েছে ‘অগ্নি ৫’-এর মতো মারণাস্ত্র

ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের অধীনে আছে ব্যাঙ্ক কর্মীদের নয়টি সংগঠন৷ তার মধ্যে দুটি সংগঠন আজকের ধর্মঘটে অংশ নিচ্ছে না৷ গত ২১ ফেব্রুয়ারি বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে চিফ লেবার অফিসারের সঙ্গে বৈঠকে বসেন ইউনিয়নের মুখপাত্ররা৷ অতিরিক্ত সময় কাজের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণ না পাওয়ার ক্ষোভ যেমন আছে এই দাবির মধ্যে, তেমনই আছে ঋণ ও কর্মী নিয়োগ সংক্রান্ত বিষয়ও৷ যদিও সেই বৈঠক ফলপ্রসূ হয়নি৷ তারপরই ধর্মঘটের পথ নেয় সংগঠনটি৷ ফলে আজ, মঙ্গলবার সাধারণ গ্রাহকদের বেশ খানিকটা হেনস্তার মুখেই পড়তে হবে৷

Advertisement

মহিষের দাম উঠল ৯.২৫ কোটি টাকা, কেন জানেন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ