Advertisement
Advertisement

রানির মৃত্যুতে শোকপ্রকাশ, ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা মোদির

দ্বিপাক্ষিক সম্পর্কে জোর দুই রাষ্ট্রপ্রধানের।

UK PM Truss and Modi agree on ‘vital importance' of bilateral ties in phone call | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:September 10, 2022 9:56 pm
  • Updated:September 10, 2022 10:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে প্রথমবার ফোনে কথা বললেন ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী লিজ ট্রাস (Liz Truss)। টেলিফোনিক কথোপকথনে দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বের বিষয় উভয়ই একমত হয়েছেন বলে জানা গিয়েছে। এছাড়াও রানি এলিজাবেথ দ্বিতীয়র (Queen Elizabeth II ) প্রয়াণে ব্রিটেনের প্রধানমন্ত্রীকে ভারতীয়দের পক্ষে শ্রদ্ধা ও সমবেদনার বার্তা দেন মোদি।

৯৬ বছরের ব্রিটেনের রানির প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিশ্ব। বৃহস্পতিবার রাতেই টুইট বার্তায় শোকপ্রকাশ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, “২০১৫ এবং ২০১৮ সালে আমি রানি এলিজাবেথের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছিলাম। তাঁর আন্তরিকতা এবং দয়াশীল মনোভাব কখনও ভুলব না।” সংযোজন করেন, “মহাত্মা গান্ধী (Mahatma Gandhi) ওঁকে বিয়েতে যে রুমাল উপহার দিয়েছিলেন, এক সাক্ষাতের সময় সেটি রানি আমাকে দেখিয়েছিলেন। ওই মুহূর্ত আমি আজীবন মনে রাখব।”

Advertisement

[আরও পড়ুন: ‘ঈশ্বরের’ বাদাম খাওয়ায় শাস্তি পুরোহিতের! দলিত বালককে গাছে বেঁধে মার]

শনিবার লিজ ট্রাসের সঙ্গে টেলিফোনিক আলাপে ভারতের সমস্ত মানুষের তরফে রানির মৃত্যুতে শোকপ্রকাশ করেন মোদি। দুই রাষ্ট্রপ্রধান আগামীতে মুখোমুখি সাক্ষাতের বিষয়ে আশাবাদী। ডাউনিং স্ট্রিটের তরফে এক বিবৃতিতে জানানো হয়, “এদিন প্রধানমন্ত্রী মোদি ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। রানির মৃত্যু নিয়ে উভয়ের মধ্যে কথা হয়েছে। ভারতের ১৩০ কোটি নাগরিকের হয়ে সমবেদনা ও শোকপ্রকাশ করেছেন মোদি।” ব্রিটেনের তরফে বিবৃতিতে আরও জানানো হয়েছে, “উভয়েই দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বের বিষয় একমত হয়েছেন। এই বিষয়ে আগামীতে মুখোমুখি সাক্ষাতে কথা বলতে চান মোদি-ট্রাস।”

Advertisement

[আরও পড়ুন: কংগ্রেসের সভাপতি নির্বাচনে স্বচ্ছতা ঘিরে সংশয়, শীর্ষ নেতৃত্বকে চিঠি থারুর-সহ ৫ সাংসদের]

বৃহস্পতিবার বিকেলে স্কটিশ বালমোরাল প‌্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) মৃত্যুর ঘোষণার সঙ্গে সঙ্গেই পালাবদলের গল্পেরও শুরু। ‘গড সেভ দ‌্য কুইন’– গত সাত দশক ধরে এটাই ছিল ইংল‌্যান্ডের (England) জাতীয় সংগীত। বৃহস্পতিবার দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর সঙ্গে সঙ্গে যখনই সিংহাসনের পরবর্তী দায়িত্বভার গেল বড় ছেলে চার্লসের হাতে, সেই মুহূর্তেই আর গুরুত্বপূর্ণ থাকল না সাত দশক ধরে চলে আসা জাতীয় সংগীত। কারণ এবার থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে রাজাকে সুরক্ষিত রাখার জন‌্য – কিং চার্লস থ্রি। ফলে বদলে যাবে দেশের জাতীয় সংগীতের ভাষাও– গড সেভ দ‌্য কিং।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ