Advertisement
Advertisement
Uniform Civil Code

সংসদের বাদল অধিবেশনেই পেশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি বিল! দাবি সূত্রের

ইতিমধ্যেই খসড়া তৈরির কাজ শুরু করেছে কেন্দ্রের আইন মন্ত্রক, দাবি ওই সূত্রের।

Uniform Civil Code to be tabled in Parliament monsoon session, say Sources | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 30, 2023 9:00 am
  • Updated:June 30, 2023 9:06 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদের বাদল অধিবেশনেই পেশ হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি আইন (Uniform Civil Code)। এমনটাই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের। সরকারের শীর্ষস্তরের এক সূত্রকে উদ্ধৃত করে ওই সংবাদমাধ্যম দাবি করেছে, আইন মন্ত্রক ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির প্রক্রিয়া শুরু করেছে। যা আসন্ন বাদল অধিবেশনেই পেশ করা হতে পারে।

সূত্রের খবর, আগামী ৩ জুলাই সংসদীয় স্ট্যান্ডিং কমিটি আইন কমিশনের প্রতিনিধিদের তলব করেছে। আইন কমিশন কিছুদিন আগেই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সাধারণ নাগরিকদের মতামত জানতে চেয়েছিল। আইন কমিশন (Law Commission) কী তথ্য পেল সেটা খতিয়ে দেখতে চায় সংসদ বিষয়ক এবং আইন বিষয়ক স্ট্যান্ডিং কমিটি। শোনা যাচ্ছে, তারপরই চূড়ান্ত করা হবে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া। যা আসন্ন বাদল অধিবেশনেই পেশ করা হতে পারে লোকসভায়। সংসদের বাদল অধিবেশন শুরু হবে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে। এই মুহূর্তে সরকারের যা সাংসদ সংখ্যা, তাতে অন্তত লোকসভায় এই আইন পাশ করাতে বিশেষ বেগ পেতে হবে না মোদি সরকারকে।

Advertisement

[আরও পড়ুন: ওয়াগনার বিদ্রোহে ‘হাত নেই’ আমেরিকার, জল্পনা উড়িয়ে বার্তা বাইডেনের]

বিজেপির (BJP) বক্তব্য, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে সামাজিক সৌহার্দ্য বজায় থাকবে। লিঙ্গবৈষম্য দূর হবে। মহিলারা শক্তিশালী হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এর ফলে সংবিধানের (Constitution of India) মূল ভাবধারা বজায় থাকবে। ‘একটি রাষ্ট্রে দুই প্রধান, দুই নিশান ও দুই বিধান থাকতে পারে না।’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই বাক্যবন্ধ বিজেপির নীতি নির্ধারণে স্পষ্ট। 

Advertisement

[আরও পড়ুন: কে বলবে ‘আফগান গার্ল’দের কথা? আর ছাপা হবে না National Geographic]

২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই এক দেশ, এক আইনের পক্ষে সওয়াল করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। ২০১৯ সালেও বিজেপির নির্বাচনী ইস্তাহারে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার বিষয়টির উল্লেখ ছিল। তবে কেন্দ্রীয় স্তরে এখনও পর্যন্ত তা কার্যকর হয়ে ওঠেনি। ২০২৪-এর আগে সেই প্রতিশ্রুতি পূরণ করতে উদ্যোগী হল কেন্দ্র সরকার। যদিও কংগ্রেস-সহ বিরোধী শিবির এই বিলের প্রবল বিরোধিতা করবে, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ