Advertisement
Advertisement
Trump

’ক্যাপিটল হিলের ঘটনা গণতন্ত্রের লজ্জা, ট্রাম্পকে ফোন করব’, ফের লোক হাসালেন আতাওয়ালে

আজব মন্তব্য করে আবারও শিরোনামে কেন্দ্রীয় মন্ত্রী।

Union minister Ramdas Athawale condemns US Capitol violence | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:January 9, 2021 3:31 pm
  • Updated:January 9, 2021 3:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার আজব মন্তব্য করে খবরের শিরোনামে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়ালে (‌Ramdas Athawale)‌। সম্প্রতি ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে উত্তপ্ত হয়ে উঠেছিল মার্কিন ক্যাপিটল হিল (‌Capitol Hill)‌। গোটা বিশ্ব সাক্ষী থেকেছে সেই হিংসার। এবার সুদূর মার্কিন মুলুকের ঘটনা নিয়েই মুখ খুললেন এই কেন্দ্রীয় মন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আতাওয়ালে বললেন, এই ঘটনা শুধু রিপাবলিকান পার্টির নয়, আমেরিকার (United States) গণতন্ত্রের লজ্জা। তিনি নাকি ট্রাম্পের (Donald Trump) সঙ্গে ফোনে কথা বলবেন।

তিনি কেন্দ্রীয় মন্ত্রী হলেও আতাওয়ালের নিজস্ব দলও রয়েছে। যার নাম রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া। আতাওয়ালেই এই দলের প্রধান। শুক্রবার সাংবাদিক সম্মেলনে মার্কিন ক্যাপিটল হিলে হিংসার ঘটনা নিয়ে আতাওয়ালেকে প্রশ্ন করা হয়। তখনই তিনি বলেন, ‘‌‘‌ইউএস ক্যাপিটল হিলের ঘটনা খুবই নিন্দনীয়। এটা কেবল রিপাবলিকান পার্টি নয়, আমেরিকা এবং গণতন্ত্রের জন্যও লজ্জার। আর তাই আমরাও এই বিষয়টি নিয়ে খুশি নই। আমি ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলব।’‌’

Advertisement

[আরও পড়ুন: দুঃসময় কাটছে না মুকেশ আম্বানির! ধনকুবেরদের তালিকায় আরও নিচে নামলেন রিলায়েন্স কর্তা]

এর আগে ট্রাম্পের গুণগান করলেও আতাওয়ালে এবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের উপরও বেজায় চটেছেন। ‌তাঁর কথায়, ‘‌‘‌ট্রাম্পের উচিত ছিল হার স্বীকার করে পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুত হওয়া। কিন্তু তা করার বদলে জনগণের রায় এবং গণতন্ত্রকে অপমান করেছেন ট্রাম্প।’‌’‌ তাঁর এই বক্তব্য সামনে আসতে রাজনৈতিক মহলের প্রশ্ন, নিজের দেশের বিষয়ে নজর না দিয়ে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কেন কথা বলছেন আতাওয়ালে?

Advertisement

এই প্রথম নয়, করোনা কালেও একাধিকবার শিরোনামে এসেছে আতাওয়ালের নাম। মার্চের শেষদিকে ভারতে সবে তাণ্ডব দেখাতে শুরু করেছিল করোনা ভাইরাস। আসন্ন মহামারীর আশঙ্কায় তখন কাঁপছেন আপামর ভারতবাসী। সেসময় একদিন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়ালের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড ভাইরাল হয়েছিল। যাতে তাঁকে ‘গো করোনা, করোনা গো’ স্লোগান দিতে দেখা গিয়েছিল মুম্বই গেটের সামনে দাঁড়িয়ে। নতুন এই স্লোগান আওড়ালেই করোনা মহামারী দূর হবে বলে নিদান দিয়েছিলেন। দুর্ভাগ্যবশত তার কিছুদিন বাদেই মারণ ভাইরাসে আক্রান্ত হন তিনি। পরে সুস্থও হয়ে ওঠেন। এরপর করোনার নতুন স্ট্রেন নিয়েও নয়া স্লোগানের জন্ম দেন আতাওয়ালে। আর এবার সরাসরি ফোন করার কথা জানালেন ট্রাম্পকে।

[আরও পড়ুন: ‘ভারতের বিদেশনীতি স্বাধীন’, S-400 মিসাইল বিতর্কে আমেরিকাকে জবাব বিদেশমন্ত্রকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ