Advertisement
Advertisement

Breaking News

Manipur

উত্তপ্ত মণিপুরে এবার টার্গেট কেন্দ্রীয় মন্ত্রী! বাড়িতে বোমা মেরে আগুন জ্বালাল দুষ্কৃতীরা

১২০০ দুষ্কৃতী হামলা চালায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বাড়িতে।

Union minister residence set on fire in Manipur, unrest in Imphal | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:June 16, 2023 8:55 am
  • Updated:June 16, 2023 9:13 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অগ্নিগর্ভ মণিপুরে (Manipur) এবার হামলা চলল কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে। বৃহস্পতিবার রাতে আরকে রঞ্জন সিংয়ের (R K Ranjan Singh) বাড়িতে তাণ্ডব চালায় অন্তত ১ হাজার দুষ্কৃতী। নিরাপত্তারক্ষী মোতায়েন থাকা সত্ত্বেও দুষ্কৃতীদের আটকানো যায়নি। চারদিক থেকে পেট্রল বোমা ছোঁড়ে তারা। দাউদাউ করে আগুন ধরে যায় মন্ত্রীর বাসভবনে। যদিও ঘটনার সময়ে কেন্দ্রীয় মন্ত্রী বাড়িতে ছিলেন না বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত, গত মাসেও হামলা হয়েছিল মন্ত্রীর বাসভবনে।

উপজাতি কুকি ও মেতেইদের সংঘর্ষের জেরে গত দু’মাস ধরে উত্তপ্ত হয়ে রয়েছে মণিপুর। রাজধানী ইম্ফল থেকে শুরু করে নানা এলাকায় হিংসার বলি হয়েছেন বহু মানুষ। বুধবারই কাংপোকপি জেলার খামেলক গ্রামে ভয়াবহ হিংসার বলি হন ১১ জন। নিরাপত্তাবাহিনীর সঙ্গে লাগাতার সংঘর্ষ চলছে দুষ্কৃতিদের। সবমিলিয়ে মণিপুরে হিংসার জেরে মৃতের সংখ্যা প্রায় শতাধিক। এহেন পরিস্থিতিতেই বৃহস্পতিবার হামলা হয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বাসভবনে।

Advertisement

[আরও পড়ুন: মধ্যরাতে আছড়ে পড়বে ‘বিপর্যয়’! ভাইরাল মহাকাশ থেকে তোলা ঝড়ের শ্বাসরোধী ছবি]

মোট ২২ জন নিরাপত্তারক্ষী কেন্দ্রীয় মন্ত্রীর (Union Minister) ইম্ফলের বাসভবনের দায়িত্বে ছিলেন। জানা গিয়েছে, কারফিউ উপেক্ষা করেই কোংবা এলেকায় মন্ত্রীর বাড়ির সামনে জড়ো হন অন্তত ১ হাজার ব্যক্তি। নিরাপত্তা আধিকারিকদের মতে এই সংখ্যাটা ১২০০। বাড়ির চারদিক ঘেরাও করে পেট্রল বোমা ছুঁড়তে থাকে দুষ্কৃতীরা। তার জেরেই আগুন ধরে যায় গোটা বাড়িতে। মে মাসেও একইভাবে মন্ত্রীর বাড়িতে হামলার পরিকল্পনা ছিল। কিন্তু সেই সময়ে শূন্যে গুলি চালিয়ে দুষ্কৃতীদের হঠিয়ে দিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা।

Advertisement

বৃহস্পতিবার মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন এসকর্ট কমান্ডার এল ধিনেশ্বর সিং। তিনি বলেন, “বিশাল জনতা এসে ভিড় জমিয়েছিল। তাদের ব্যাপক বিক্ষোভের জেরে পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যায়। লাগাতার বোমা ছুঁড়তে থাকে তারা। বাড়ির সদর দরজা থেকে শুরু করে পিছনের গলি পর্যন্ত- সমস্ত জায়গা থেকেই বোমা ছোঁড়া হয়েছে। উত্তেজিত জনতাকে থামানো একেবারে অসম্ভব হয়ে পড়েছিল।”

মণিপুর পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকের দাবিতে সংসদের স্বরাষ্ট্র মন্ত্রক কমিটিকে চিঠি লিখেছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। শুধু হিংসা নয়, তার জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের দৈনিক জীবনযাত্রা। নিত্যপ্রয়োজনীয় জিনিসের ব্যাপক মূল্যবৃদ্ধি, আর্থিক সংকট-সমস্ত কিছু নিয়েই দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান করা দরকার বলে জানিয়েছেন তৃণমূল নেতা। 

[আরও পড়ুন: সংবাদ প্রতিদিনের খবরে সিলমোহর, হাইব্রিড মডেলে ঘোষিত এশিয়া কাপের সূচি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ