Advertisement
Advertisement

Breaking News

Bihar Violence

বিহারে দাঙ্গায় উসকানির অভিযোগে অবশেষে গ্রেপ্তার বিজেপি নেতা

যদিও ছেলেকে নির্দোষ দাবি, কেন্দ্রীয় মন্ত্রীর।

Union Minister's Son Arrested For Bihar Violence
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 1, 2018 11:29 am
  • Updated:July 2, 2019 3:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনভর নাটক চলার পর অবশেষে গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবের ছেলে অরিজিৎ শাশ্বত (৩৬)। তাঁর বিরুদ্ধে দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ, দিন ১৫ আগেই ভাগলপুরে রাম নবমীর মিছিলে উসকানিমূলক স্লোগান দিতে দেখা যায় মন্ত্রী-পুত্রকে। এরজেরে ভাগলপুর শহরে শুরু হয়ে যায় দাঙ্গা। সেই অস্থিরতার রেশ ছড়িয়ে পড়ে গোটা বিহারেই। তারপর থেকেই উসকানি দেওয়ার অভিযোগে তাঁকে খুঁজে বে়ড়াচ্ছিল পুলিশ। শনিবার রাতে বিহারের পাটনা থেকে অরিজিতকে গ্রেপ্তার করা হয়। এদিকে বিজেপি নেতার উসকানিতে রাজ্য জুড়ে দাঙ্গার পরিস্থিতি তৈরি হওয়ায় নীতীশ কুমার সরকারকে একহাত নেয় বিরোধীরা।

[চিনে প্রতিনিধিদলকে নেতৃত্ব দিতে মমতাকে অনুরোধ সুষমার]

গ্রেপ্তারি এড়াতেই লুকিয়ে বেড়াচ্ছিলেন ওই নেতা। পুলিশ চাইলেই তাঁকে গ্রেপ্তার করতে পারত। তবে রাজনৈতিক চাপের কারণেই এতদিন একপ্রকার চোখ বন্ধ করেছিল পুলিশ। এদিকে পরিস্থিতি বেগতিক বুঝে শনিবার ভাগলপুর কোর্টে আগাম জামিনের আবেদন করে রাখেন অরিজিৎ শাশ্বত। ওই দিন রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাসভবনের ৩০০ মিটারের মধ্যে থেকেই গ্রেপ্তার হন অরিজিৎ শাশ্বত। এই প্রসঙ্গে পাটনার এসপি রাকেশ দুবে জানান, ‘অভিযুক্ত বিজেপি নেতার সম্পর্কে আমরা যাবতীয় খবর রাখছিলাম। ভাগলপুর পুলিশও গ্রেপ্তারি পরোয়ানা সঙ্গে নিয়েই ঘটনাস্থলে উপস্থিত হয়। এখানকার এক হনুমান মন্দির লাগোয়া থানা এলাকা থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। এবার নিয়মানুযায়ী অরিজিৎ শাশ্বতকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

Advertisement

উল্লেখ্য, ১৭ মার্চ রাম নবমী সংক্রান্ত দাঙ্গার পরই অরিজিৎ শাশ্বতের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তারপর থেকেই ওই বিজেপি নেতার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। হদিশ পেয়েও বার বার রাজনৈতিক ক্ষমতার সামনে হাত গুটিয়ে বসে থাকতে হয়েছে পুলিশকে। যদিও প্রকাশ্য বিবৃতিতে পুলিশ জানিয়েছে, অরিজিৎ শাশ্বতকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরেও বারবা জেলা প্রশাসনের বিরুদ্ধে সেই অরিজিৎ শাশ্বতকেই সরব হতে দেখা গিয়েছে। প্রশাসনিক বিরোধিতায় নেমে পালটা প্রশ্ন তুলেছেন অরিজিৎ শাশ্বত। বলেছেন কেন তিনি আত্ম সমর্পণ করবেন? এরপরেই রাজ্য সরকারের ব্যর্থতা নিয়ে সরব হয় বিরোধীরা। অবশেষে মুখ রক্ষা করতে প্রশাসনিক তরফে তৎপরতা শুরু হয়। তারপরেই গ্রেপ্তার হন ওই বিজেপি নেতা।

Advertisement

এদিকে ছেলের গ্রেপ্তারি নিয়ে মুখ খুলেছেন মন্ত্রী অশ্বিনী চৌবে। তিনি বলেন, ‘কোনও অভিযোগ আমার ছেলের বিরুদ্ধে নেই। এলাকার দুর্নীতিপরায়ণ অফিসাররা তার নামে বাজে অভিযোগ করেছে। আমার ছেলে কোনও ভুল করেইনি।’

[গাড়ির ধাক্কায় ভাঙল হোটেল, ইন্দোরে মৃত অন্তত ১০]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ