Advertisement
Advertisement
Manipur

ফের অশান্ত মণিপুর! সংঘর্ষের জেরে মৃত এক কুকি মহিলা

আহত অবস্থায় চিকিৎসাধীন এক কৃষক।

Unrest in Manipur again One dead, another injured in clash
Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 20, 2025 6:49 am
  • Updated:June 20, 2025 6:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অশান্ত মণিপুর! বৃহস্পতিবার চূড়াচাঁদপুর জেলার চিংফেই গ্রামে নিরাপত্তা বাহিনী ও সন্দেহভাজন কুকি জঙ্গিদের মধ্যে সংঘর্ষ বাঁধে। দু’পক্ষের সংঘর্ষে মৃত্যু হয় কুকি সম্প্রদায়ের এক মহিলার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত বিষ্ণুপুর জেলার পার্শ্ববর্তী ফুবালা গ্রামে বন্দুক হামলায় এক মেইতেই কৃষক আহত হওয়ার পরেই। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Advertisement

এই এলাকায় বসবাসকারী মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সমস্যা দীর্ঘদিনের। কিন্তু দু’পক্ষকে এক হয়ে আন্দোলন করতে দেখা যায়। প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার বিকালে বিষ্ণুপুর-চূড়াচাঁদপুর সীমান্ত এলাকায় অবস্থিত ফুবালা গ্রামে হামলা চালায় একদল সশস্ত্র দুষ্কৃতী। মাঠে কৃষিকাজ করা এক কৃষকের ওপর গুলি পর্যন্ত চালানো হয়। আহত কৃষকের নাম নিংথৌজম বীরেন। দ্রুত তাঁকে উদ্ধার করে বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এদিকে এই ঘটনার পর ওই গ্রামে পৌঁছয় নিরাপত্তা বাহিনী। সেখানে গিয়ে সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি শুরু করতেই নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সঙ্গে সংঘর্য বেঁধে যায় সন্দেভাজন কুকি জঙ্গিদের। সেখানেই গুলিবিদ্ধ হন এক মহিলা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁর। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে ওই এলাকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement