Advertisement
Advertisement
BJP

‘জুতো খুলে মারব…’ ভিড় জনতার সামনে সরকারি আধিকারিককে হুমকি বিজেপি বিধায়কের!

ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কের ঝড়।

UP BJP MP Meenakshi Singh allegedly threatens officer
Published by: Biswadip Dey
  • Posted:August 7, 2024 5:20 pm
  • Updated:August 7, 2024 5:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বিজেপির মহিলা বিধায়ক মীনাক্ষী সিংয়ের বিরুদ্ধে অভিযোগ উঠল সরকারি আধিকারিককে জনসমক্ষে শাসাতে। ভাইরাল হয়ে গিয়েছে বুলন্দশহরে ওই ঘটনার ভিডিও। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। সেখানে মীনাক্ষীকে আঙুল তুলে হুমকি দিতে দেখা গিয়েছে। তিনি বলছেন, ”জুতো খুলে এমন মারব যে…”

ঠিক কী হয়েছিল? বুলন্দশহরের খুর্জায় মঙ্গলবার একটি মন্দিরের চাতাল ভেঙে দিয়েছিলেন স্থানীয় আবাসন উন্নয়ন নিগমের কর্মীরা। এর পরই ছড়ায় উত্তেজনা। স্থানীয় জনতা প্রশ্ন তুলতে মন্দির ভাঙা নিয়ে। বিতর্ক বাড়তেই সেখানে আসেন মীনাক্ষী সিং। আর তার পরই বিজেপি বিধায়ককে দেখা যায়, সকলের সামনেই আঙুল তুলে সরকারি আধিকারিককে শাসাতে। অভিযোগ, তিনি বলতে থাকেন, ”তোমাদের সাহস কী করে হয় শ্রাবণ মাসে হিন্দুদের মন্দির ভাঙার! আমাদের সরকারকে বদনাম করতে চাও? জনতার কাছে ক্ষমা চাও, নইলে জুতো খুলে এমন মারব যে সব বুঝতে পারবে।” পরে এসডিও এসে সকলকে আশ্বাস দেন দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। এর পরই বিক্ষোভ দেখানো বন্ধ করেন স্থানীয়রা।

Advertisement

[আরও পড়ুন: রবীন্দ্রসঙ্গীত গবেষকের পচাগলা দেহ উদ্ধার! বর্ধমানে চাঞ্চল্য]

গত ৬ আগস্ট সকালে একটি বেআইনি নির্মাণ ভাঙতে যান আবাসন উন্নয়ন নিগমের কর্মীরা। আর সেই সময়ই সেখানকার একটি মন্দিরের চাতালও ভেঙে ফেলেন তাঁরা। এর পরই শুরু হয় বিক্ষোভ প্রদর্শন। যা চূড়ান্ত আকার নেয় বিজেপি (BJP) বিধায়ক মীনাক্ষী সেখানে উপস্থিত হওয়ার পর। ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। যাকে ঘিরে আলোড়ন নেটদুনিয়াতেও।

[আরও পড়ুন: ‘মুক্তির এই আলো…’, বাংলাদেশ নিয়ে গান বাঁধলেন কবীর সুমন, শুনে নিন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement