Advertisement
Advertisement

Breaking News

ছেলেদের সঙ্গে কথা বলার শাস্তি, দুই নাবালিকাকে গরম লোহার ছেঁকা মাতব্বরদের

গোরক্ষপুরের এই ঘটনা সামনে আসতেই উঠেছে সমালোচনার ঝড়৷

UP cousins burnt with tongs
Published by: Sayani Sen
  • Posted:January 31, 2019 3:41 pm
  • Updated:January 31, 2019 3:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  স্কুলে একই বেঞ্চে বসে পড়াশোনা করে তারা৷ একে অপরের মধ্যে রয়েছে বন্ধুত্বের সম্পর্ক৷ স্কুল শেষে দুই বন্ধুর সঙ্গে কথা বলেছিল৷ এটাই ছিল তাদের ‘অপরাধ’৷ প্রথমে হাত-পা বেঁধে লোহা দিয়ে ছেঁকা, তারপর  মল ও মূত্র খাওয়ানো হল দুই নাবালিকাকে। তারা আবার সম্পর্কে দুই বোন৷ যোগীর রাজ্যে ঘটা এহেন ঘটনা প্রকাশ্যে আসার পরই উঠেছে সমালোচনার ঝড়৷

[শুরু বাজেট অধিবেশন, রাফালে নিয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি]

উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা ওই দুই নাবালিকা৷ একই স্কুলে পড়ে দুই বোন৷ অভিযোগ, তাদের ক্লাসেরই দু’জন ছেলের সঙ্গে কথা বলেছিল ওই দুই বোন৷ তা দেখে ফেলেন পরিজনেরা৷ দেখেন এলাকার মাতব্বররাও৷ স্থানীয়দের দাবি, মেয়ে হয়ে ছেলের সঙ্গে কথা বলাও  নাকি ‘অপরাধ’!  গ্রামে সালিশি সভা বসে৷ মাতব্বরদের নিদান মেনে বেঁধে রাখা হয় দু’জনকে৷ এরপর গরম লোহা দিয়ে শরীরের বিভিন্ন অংশে ছেঁকাও দেওয়া হয়। পরিবারের লোকের কোনও আপত্তিতে কান না দিয়ে ‘ভুল’ কাজ করার জন্য রীতিমতো মলমূত্রও খাওয়ানো হয় দু’জনকে৷ এমনকী, গ্রামের মাতব্বররা ওই দুই নাবালিকাকে এলাকা ছাড়া করে দেওয়ারও নিদান দিয়েছে বলে অভিযোগ৷ বাধ্য হয়েই ওই দু’জনকে নেপাল সীমান্তে ছেড়ে দিয়ে আসতে গিয়েছিলেন পরিবারের লোকেরাই।

Advertisement

[প্রদর্শনীর মাঝে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২৫০টি দোকান]

এদিকে লোকমুখে ছড়িয়ে পড়ে অত্যাচারের কথা৷ একটি স্বেচ্ছাসেবী সংস্থার কানে পৌঁছয় এই ঘটনার খবর৷ নাবালিকাদের খোঁজখবর নেন ওই সংস্থার কর্মীরা৷ নির্যাতিতাদের সঙ্গে কথা বলেন তাঁরা৷ নাবালিকারা জানায়, দুই কিশোরের সঙ্গে কথা বলার জেরেই তাদের উপর এমন নির্মম অত্যাচার করা হয়েছে৷ আপাতত স্বেচ্ছাসেবী সংস্থার হেফাজতেই রয়েছে ওই দুই নাবালিকা৷ পুলিশের সঙ্গেও যোগাযোগ করেছেন তাঁরা৷ স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ